ক্রমশই জটিল হচ্ছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্য। সুশান্তের রহস্য-মৃত্যুর তদন্ত নিয়ে অকারণে মহারাষ্ট্র ও বিহারের মধ্যে বিভেদ তৈরি করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। উদ্ধবের কথায়, সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মুম্বই পুলিশ। এই নিয়ে অকারণে তাঁদের কাজ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। দয়া করে সুশান্ত মৃত্যু-মামলা নিয়ে মুম্বই পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন না, এমনই বার্তা দিয়েছেন উদ্ধব।
উদ্ধবের বার্তা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু-রহস্য তদন্ত নিয়ে বিহার এবং মহারাষ্ট্রের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, মুম্বই পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত করছে। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যু-রহস্যের তদন্ত নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ দাবি করেছিলেন, মুম্বই পুলিশ ঠিক মত তদন্ত করছে না। জনতার আবেগ জড়িত আছে জেনেও উদ্ধব সরকার তদন্তে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। তাছাড়া শুক্রবারই সুশান্তের আত্মীয় এবং বিহারের বিজেপি বিধায়ক নীরজ কুমার সিং বাবলু ক্ষোভের সুরে বলেছিলেন, কোনও মামলাও দায়ের করা হয়নি। তাঁরা (মুম্বই পুলিশ) শুধুমাত্র তদন্ত করছে। নামমাত্র কাজ করছেন তাঁরা। আমরা মহারাষ্ট্র পুলিশকে বিশ্বাস করি না।
এর প্রেক্ষিতে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, মুম্বই পুলিশ দক্ষ নয়, কারও কাছে যদি প্রমাণ থাকে, তা জানাতে পারেন। আমরা শাস্তি দেব। দয়া করে মহারাষ্ট্র ও বিহারের মধ্যে দ্বন্দ তৈরির চেষ্টা করবেন না।