২৪ ঘন্টায় মৃত্যু ৬৫৪ জনের, ভারতে সুস্থতার হার বাড়ছেই : স্বাস্থ্য মন্ত্রক

ভারতে (India)ফের বাড়ল কোভিড-১৯ (covid-19)ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা। মৃত্যুও বেড়েছে, বেড়েছে সুস্থতার হারও। ভারতে শেষ ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সারা দিনে ভারতে বিভিন্ন রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭,৭০৪ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩৩,৪২৫ জন এবং সংক্রমিত ১৪,৮৩,১৫৭ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৯,৫২,৭৪৪ জন। ভারতে সুস্থতার হারও বাড়ছে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৪.২৩ শতাংশ। সুস্থতা এবং মৃত্যুর অনুপাত হল ৯৬.৬ শতাংশ : ৩.৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৩৩,৪২৫ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একজনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,০৯০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৮৬ জন, বিহারে ২৫৩ জনের, চন্ডীগড়ে ১৪ জন, ছত্তিশগড়ে ৪৪ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৮৫৩ জনের, গোয়া ৩৬ জন, গুজরাটে ২,৩৪৮ জনের, হরিয়ানায় ৩৯৭ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৩২১ জনের, ঝাড়খণ্ডে ৮৯ জনের, কর্ণাটকে ১,৯৫৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৩ জন, লাদাখে ৪ জন, মধ্যপ্রদেশে ৮২০ জন, মহারাষ্ট্রে ১৩,৮৮৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৫ জন, ওডিশায় ১৪৭ জনের, পুদুচেরিতে ৪৩ জন, পঞ্জাবে ৩১৮ জন, রাজস্থানে ৬৩১ জনের, তামিলনাড়ুতে ৩,৫৭১ জন, তেলেঙ্গানায় ৪৮০ জন, ত্রিপুরায় ১৭ জন, উত্তরাখণ্ডে ৬৬ জন, উত্তর প্রদেশে ১,৪৫৬ জন এবং পশ্চিমবঙ্গে ১,৪১১ জন প্রাণ হারিয়েছেন।করোনা-সংক্রমণের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ২৭ জুলাই পর্যন্ত ভারতে মোট ১,৭৩,৩৪,৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৭ জুলাই ৫,২৮,০৮২টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.