চিনকে চাপে ফেলতে ফের উদ্যোগী ভারত(India)। বঙ্গোপসাগরের মালাবার উপকূলে ভারতীয় নৌসেনার মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। এই প্রথমবার চিনকে চাপে ফেলতে অস্ট্রেলিয়াকে কাছে টানছে ভারত।
নৌসেনার এই মহড়ায় ভারতের সঙ্গে আগে থেকেই যুক্ত রয়েছে জাপান ও আমেরিকা। সূত্রের খবর, এ বছরের শেষদিকে বঙ্গোপসাগরে নৌসেনা মহড়ার অনুষ্ঠানে ভারত, জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়ার সেনারা অংশগ্রহণ করবেন। তবে এর জন্য জাপান ও আমেরিকার অনুমতি নেওয়া হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। জানা যাচ্ছে, নিউদিল্লি এ নিয়ে পরের সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে নয়াদিল্লির এই সিদ্ধান্তে চিনের চিন্তা বাড়ল বলে মনে করছেন কূটনীতিকেরা। কূটনৈতিক মহলের মতে, ভারত মহাসাগরে চিনের আধিপত্য নিয়ে একাধিক দেশ সরব হয়েছে। অস্ট্রেলিয়ার তার ব্যতিক্রম নয়। ফলে এখন যদি ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া জল সীমান্তে তদারকি করে তবে তা বেজিংয়ের মাথা ব্যথার কারণ হবে।
এ প্রসঙ্গে ওয়াশিংটনের আরএএনডি (RAND) কর্পোরেশনের গবেষক ডেরেক গ্রসম্যান বলেন, “ভারতের সঙ্গে চিনের বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে মালাবারে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা এ নিয়ে আপত্তি জানাবে না।” উল্লেখ্য, মালাবার উপকূলে প্রায় দু’দশকের বেশি সময় ধরে নৌসেনার মহড়ার অনুষ্ঠান করে আসছে। বিগত কয়েক বছর ধরে জাপান ও আমেরিকা অংশগ্রহণ করে আসছে। এ বারে অস্ট্রেলিয়াকে প্রবেশের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে রয়েছে। কারণ গত মাসেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা হয়েছে। সেই আলোচনায় ভারতের নৌবাহিনীকে সাহায্যের কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।