যোগ্য
জবাব দেওয়া হয়েছে।
পূর্ব লাদাখে চিনা আগ্রাসন
প্রসঙ্গে বলতে গিয়ে এই
দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী (Narendra Modi)। রবিবাসরীয়
মন কি বাত অনুষ্ঠানে
দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী
প্রথমে উপত্যকায় চিনা আগ্রাসনে শহীদ
হওয়া জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শান্তির প্রতি দায়বদ্ধতা এবং
গুরুত্ব ভারতের যে রয়েছে,
তা গোটা বিশ্ব দেখেছে। বন্ধুত্বের
উদযাপন যেমন ভারত করতে
জানে তেমনি যারা উস্কাবে
তাদের যোগ্য জবাবও সে
দিতে জানে। যারা
আগ্রাসন চালানোর চেষ্টা করেছিল লাদাখে
তাদেরকে যোগ্য জবাব দেওয়া
হয়েছে।
মান
কি বাতে ৬৬ তম
পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত তার বীর
শহীদদের কুর্ণিশ জানায়। তারা
বরাবর দেশকে সুরক্ষিত করে
রেখেছে। তাদের
সাহসিকতা এবং শৌর্য চিরস্মরণীয়
হয়ে থাকবে। শোকস্তব্ধ
পরিবারের অভ্যন্তরে যে গর্ব অনুভূত
হয় তাতে দেশের মানসিকতাই
প্রকাশিত হয়। এতে
দেশের প্রকৃত শক্তি এবং
ক্ষমতা প্রস্ফুটিত হয়ে ওঠে।
উল্লেখ করা যেতে
পারে, ১৫ জুন, সোমবার
রাতে পূর্ব লাদাখের গালওয়ান
উপত্যকায় আকস্মিক চিনা আগ্রাসন প্রতিরোধ
করতে গিয়ে শহীদ হন
কর্নেল সন্তোষ বাবু সহ
২০ জন সেনা জওয়ান।পাল্টা
প্রত্যাঘাতে চিনের এক সেনা
আধিকারিক সহ নিহত হয়
লালফৌজের ৪৩ জন সেনা।এর
পরই দুই তরফের উত্তেজনা
বেড়ে যায়। বর্তমানে
লাদাকে (Ladak) বিপুল পরিমাণ সমরসজ্জা
তৈরি করেছে ভারত।