“আমাদের এক ইঞ্চি জমির দিকে কেউ নজর দিতে পারবে না।” সর্বদলীয় বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী

“আমাদের এক ইঞ্চি জমির দিকে কেউ নজর দিতে পারবে না।” শুক্রবার দলীয় বৈঠকে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সব দলের মতামত শোনার পর প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সীমান্তের মধ্যে কেউ ঢুকে নেই, আমাদের কোনও সীমান্ত চৌকিও দখল হয়ে যায়নি”। তিনি বলেন, “প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তথা এলএসি-তে চিন যা করেছে তাতে গোটা দেশ আহত ও রুষ্ট।” তিনি আরও বলেন, “আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, দেশকে রক্ষা করার জন্য কোনও চেষ্টাই বাদ দেবে না সেনাবাহিনী। কারণ আমরা এখন এতোটাই শক্তিধর যে কেউ সাহস করে আমাদের এক ইঞ্চি জমির দিকেও নজর দিতে পারবে না।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ২০ জন অসমসাহসী লাদাখে শহিদ হয়েছেন। ভারত মাতার দিকে যাঁরা চোখ তুলেছিল, শহিদ হওয়ার আগে তাদের মোক্ষক সবক শিখিয়েছেন তাঁরা।” তিনি আরও বলেন, “সেনাবাহিনীকে যেমন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার দেওয়া হয়েছে, তেমনই কূটনৈতিক ভাবেও চিনকে ভারতের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারত প্রতিবেশি রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধু সম্পর্ক রেখেই চলতে চায়। কিন্তু দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কোনও আপস করবে না।”

ভারতীয় জওয়ানদের ওপর পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) এমন আক্রমণের প্রসঙ্গে কংগ্রেস (Congress) সভানেত্রী সোনিয়া গাঁধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কার্যত গোয়েন্দাদের ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছেন। দীর্ঘদিন ধরে সীমান্তে লিবারেশন আর্মির কার্যকলাপ নিয়ে কেন ভারত সরকার অবগত ছিল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সোনিয়া-মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.