লকডাউনে পর পর কেঁপে উঠছে দেশ। সর্বাধিক প্রভাব পড়ছে উত্তর ভারতে। এবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু কাশ্মীর। শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে উত্তর দিকে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা যাচ্ছে। গান্দেরবাল থেকে এই এলাকার দূরত্ব ৭ কিমি।
সকাল ৮ টা ১৬ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ৩.৯ রিখটার স্কেলে ভূমিকম্পে মাটি কেঁপে ওঠে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এই ভূমিকম্প কাশ্মীরে হলেও বারে বারেই ভূমিকম্প অনুভূত হচ্ছে রাজধানী দিল্লিতে।
সোমবার দুপুরে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.১। অদূর ভবিষ্যতে দিল্লিতে বড়সড় ভূমিকম্প হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আইআইটি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক পিকে খান বলেন, ‘একের পর এক ছোট মাত্রার কম্পন থেকেই বড় ভূমিকম্পের ইঙহগিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে কেন্দ্রের এবং দিল্লির সরকারের আগাম সতর্ক হওয়া উচিৎ বলেও বার্তা দিয়েছেন তিনি।
গত ২ বছরে ওই এলাকায় ৪ থেকে ৪.৯ মাত্রের ভূমিকম্প হয়েছে অন্তত ৬৪ বার। বিশেষত দিল্লি ও কাংরা অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে বারবার। কাংরাএ কাছে ধরমশালা ও চাম্বায় ৬.৩ ও ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল বহু বছর আগে, ১৯৪৫ ও ১৯০৫ সালে।
দিল্লি থেকে হরিদ্বার পর্যন্ত অঞ্চলে এই ভূমিকম্পের প্রবণতা বেশি বলে জানিয়েছেন তিনি। ওই অঞ্চলে প্লেট সরছে বছরে ৪৪ মিলিমিটার করে, যা অত্যন্ত চিন্তার। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না।