অন্ধ্রে (Andra Pradesh) যে গ্যাস লিক হয়েছে তার চরিত্র ভয়াবহ বলছেন বিশেষজ্ঞরা। বেশিক্ষণ এই গ্যাসের সংস্পর্শে থাকলে রয়েছে ক্যানসারের সমূহ সম্ভাবনা। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার-এর (IARC) মতে অবশ্য এই গ্যাস নিশ্চিতভাবে আক্রান্তকে ক্যানসারের দিকে ঠেলে দিতে পারে। শুধু তাই নয় এই গ্যাস ক্ষতি করতে পারে নার্ভের, ক্ষতি করতে পারে খাদ্যনালীর। তার সঙ্গে শ্বাসযন্ত্রের প্রভূত ক্ষতি করতে পারে এই গ্যাস। স্টাইরিন নামে এই গ্যাস বাষ্পীভূত হয় সহজে। সাধারণত প্লাস্টিক, রাবার জাতীয় জিনিস তৈরিতে প্যাকেজিং-এ কাজে লাগে এটি।
এই গ্যাস এতটাই মারাত্মক যে বহুল ব্যবহার সত্ত্বেও এর থেকে রীতিমত সাবধানে কাজ করতে হত কর্মীদের। দীর্ঘক্ষণ এই গ্যাসের সংস্পর্শে থাকলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকল হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে তেমনি তাৎক্ষণিক ক্ষতিতে রয়েছে প্রবল মাথাব্যথা, বমি দুর্বলতা অবসাদ জনিত সমস্যা।
বিশেষজ্ঞদের মতে নাক দিয়ে এই গ্যাস ঢুকলে নাক থেকে যকৃত পর্যন্ত সমস্ত এলাকার ক্ষতি করতে পারে। নষ্ট করতে পারে অতি প্রয়োজনীয় মিউকাস মেমব্রেন।বিশাখাপত্তনমে বৃহস্পতিবার ভয়াবহ গ্যাস লিকে এক শিশু সহ মারা গিয়েছেন আটজন। এখনও পর্যন্ত অসুস্থের সংখ্যা প্রায় পাঁচহাজার। এঁদের ওপর এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে এখন তাই নিয়ে চিন্তিত চিকিৎসকরা।