এর আগে একাধিকবার লকডাউনের মধ্যে ভাষণ দিলেও, বৃহস্পতিবারে মোদী (modi)ভাষণ দিলেন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে। দেশবাসীকে বুদ্ধের বাণী স্মরণ করিয়ে তিনি বললেন, আর্তের পাশে দাঁড়াতে।
প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, ভগবান বুদ্ধের প্রতিটি কথা ও বাণী আজও সমান ভাবে প্রাসঙ্গিক। তিনি বলেন, ভগবান বুদ্ধের কথা স্মরণ করে এই কঠিন করোনা পরিস্থিতিতে ভারত দেশবাসীর পাশে যেমন দাঁড়িয়েছে, তেমনই সারা বিশ্বে যাদেরই ভারতকে প্রয়োজন পড়েছে, তাঁদের পাশে দাঁড়িয়েছে দেশ।
অন্যদিকে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ প্রার্থনার আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কতি মন্ত্রক। বিশ্বের সব বৌদ্ধ সঙ্ঘের প্রধানরা সেখানে যোগ দেবেন।
মূলত করোনা-যোদ্ধা অর্থাৎ যারা সামনে থেকে মোকাবিলা করছেন এবং যারা করোনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আক্রান্ত, তাঁদের জন্য এই প্রার্থনার আয়োজন করা হয়েছে।