BREAKING: দেশে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫৬১ জন, মৃত বেড়ে ১৭৮৩

দেশে মারাত্মক হারে ছড়াচ্ছে করোনা ভাইরাস(corona virus)। শেষ ২৪ ঘন্টায় ভারতে (india)করোনা আক্রান্ত হলেন ৩৫৬১ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের।

পরিসংখ্যান জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯৬২ জন। যে কোনও মুহূর্তে এই আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছুঁতে পারে।

দেশে মোট আক্রান্তের মধ্যে বর্তমানে আক্টিভ কেস রয়েছে ৩৫ হাজার ৯০২ টি। সেরে উঠেছেন ১৫ হাজার ২৬৬ জন করোনা রোগী এবং একজন বিদেশ ফিরে গিয়েছেন।

সারা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৫৮ জন। এরপরেই এই তালিকায় রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬২৫ জ। তালিকায় ৩ নম্বরে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৩২ জন।

দেশে এই মুহূর্তে চলছে তৃতীয় দফার লকডাউন। আগের দুই দফার মতো কড়াকড়ি থাকছে না লকডাউনের তৃতীয় দফায়। গ্রিন জোনে কিছু বাদে সব ধরণের পরিষেবাই চালু রাখার কথা বলা হয়েছে। বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ যাত্রী নিতে পারবে বাসগুলি। এছাড়া গ্রিন জোনে ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য দ্রব্য সরবরাহ করতে পারবে।

এছাড়া রেড জোনে রেড জোনে চালু থাকবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, আইটি ও অনুসারি পরিষেবা, ডেটা ও কলসেন্টার, হিমঘর, ওয়্যারহাউজ। চালু থাকবে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। জল, বিদ্যুৎ, সাফাই কর্মী পরিষেবা চালু থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালু থাকবে ক্যুরিয়র ও ডাক পরিষেবা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা আগের মতোই চালু রাখার সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.