ক্ষমতায় এলে জম্মু কাশ্মীর থেকে ৩৫এ ধারা তুলে নেওয়া হবে। বিজেপির প্রকাশিত নির্বাচনী ইস্তেহারে এমনই প্রতিশ্রুতি দিল দল। ইস্তেহার পত্রে বিজেপির তরফে জানানো হয়েছে ৩৫এ ধারা কাশ্মীরের অস্থায়ী নাগরিকদের প্রতি পক্ষপাত করে। এই ধারা জম্মু কাশ্মীরের উন্নয়নের পথেও বাধার সৃষ্টি করে বলে ইস্তেহারে জানানো হয়েছে । রাজ্যের সমস্ত নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সব সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ।
2019-04-08