উত্তর সিরিয়ার (Northern Syria) আফরিন শহরে জ্বালানি ট্রাক-বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ৪৬ জন। শক্তিশালী বিস্ফোরণে জখম হয়েছেন অন্ততপক্ষে ৫০ জন। মৃত ও আহতদের মধ্যে সাধারণ নাগরিকও রয়েছেন। সিরিয়ার মানবাধিকার অবজারভেটরির প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার উত্তর সিরিয়ার আফরিন শহরের একটি বাজারে জ্বালানি ট্রাক-বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায়। প্রাণ হারিয়েছেন ১১টি শিশু-সহ ৪৬ জন, জখম হয়েছেন অন্ততপক্ষে ৫০ জন।
রামি আব্দুল রহমান আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক।
ভয়াবহ এই হামলার নেপথ্যে কোন সন্ত্রাসী সংগঠনের হাত রয়েছে, তা এখনই পরিষ্কার নয়। ২০১৮ সালের মার্চ মাসে আফরিন শহরকে কুর্দিশ-মুক্ত করেছে তুর্কি সেনাবাহিনী। এই হামলার জন্য কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট-কে দায়ী করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক।