করোনা ভাইরাসের প্রকোপে ত্রাহি ত্রাহি রব গোটা বিশ্বে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে না কোনও উপসর্গ। এছাড়া শুধু হাঁচি-কাশি ছাড়াও এমন কিছু উপসর্গ সামনে আসছে যা আগে দেখা যায়নি। সম্প্রতি দেখা যাচ্ছে, আক্রান্ত কয়েকজনের শরীরে জ্বর কিংবা কাশির আগে দেখা গিয়েছে পায়ের পাতায় বেগুনি দাগ।
চিকেন পক্স কিংবা হামে যেরকম দেখা যায় অনেকটা সেরকম। স্পেনে (Spain) এরকম রোগী দেখা গিয়েছে। ওই দেশে আক্রান্তের সংখ্যা প্রায় দু লক্ষের কাছাকাছি। সেখানে চিকিৎসকরা দেখেছেন সম্প্রতি অল্পবয়সী কিছু আক্রান্তের ক্ষেত্রে এরকম লক্ষণ দেখা গিয়েছে। জ্বরের আগেই হচ্ছে এই উপসর্গ। চিকিৎসকরা জানালেও এখনও পর্যন্ত গবেষকরা এই উপসর্গের কথা নিশ্চিতভাবে কিছু জানাননি।
প্রত্যেকদিনই নতুন কিছু শিখছেন চিকিৎসকরা, কারণ চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস। ঠিক যেমন গত মাসে আমেরিকার কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায়, চোখ লাল হয়ে যাওয়া বা ভাইরাল কংজাইটিভাইটিসের মত লক্ষণ। গবেষকরা জানিয়েছেন আক্রান্ত হওয়ার ১৩ দিন মত পরে এই উপসর্গ দেখা দিতে পারে।
তাহলে কোন উপসর্গে চিন্তিত হবেন?
গবেষকরা প্রত্যেকদিন নতুন নতুন উপসর্গের কথা জানতে পারছেন। তবে মোটামুটিভাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, জ্বর, কাশি, নাক বন্ধ, শ্বাসকষ্ট, ক্লান্তি, মাথাব্যাথা, গায়ে হাতে পায়ে ব্যাথা ইত্যাদি।
অনেকে আবার গন্ধের অনুভূতি হারিয়ে ফেলার কথাও জানিয়েছেন। তবে সেটাও বিরল। কারও কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে।
এদিকে, ভারতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ ও মৃত্যু হয়েছে ৪৮০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।