দিল্লিতে কোনও ভাবেই শিথিল করা যাবে না লকডাউন : কেজরিওয়াল

 লকডাউন কোনও ভাবেই শিথিল করা যাবে না দিল্লিতে । রাজধানীতে স্বাভাবিক নিয়মেই চলবে লকডাউন। রবিবার এমনই বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aurobindo Kejriwal)।

লকডাউনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নানা ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেও, তা কার্যকর হবে না দিল্লিতে। রাজধানীতে স্বাভাবিক নিয়মেই চলবে লকডাউন। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aurobindo Kejriwal) বলেন, ‘দিল্লিতে ১১টি জেলা রয়েছে, আর তার সবকটাই হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতোই এই সংক্রামিত এলাকাগুলিতে কোনও ছাড় দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘দিল্লিবাসীদের জীবনের কথা মাথায় রেখে কাল থেকে আমরা কোনও ছাড়ে যাচ্ছি না। পরিস্থিতি পর্যালোচনার জন্য ২৭ এপ্রিল আমরা বিশেষজ্ঞদের নিয়ে একটা বৈঠকে বসব। প্রয়োজন হলে, তার পরে লকডাউনের নিয়ম শিথিল করব।’

কেজরি আরও বলেন, “পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না, অনেক মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের কথা ভেবে উদ্বিগ্ন আমি। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, যদি লকডাউন শিথিল করা হয়, হাসপাতালে শয্যার অভাব পড়বে। ভেন্টিলেটরের অভাব পড়বে। তখন কী করব আমরা?” এ কথা বলতে গিয়ে তিনি ইটালি ও স্পেনের উদাহরণ তুলে ধরেন। শনিবারই ৭৩৬ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে ২৫ শতাংশের রিপোর্ট পজিটিভ এসেছে  তিনি বলেন, “ভয়ের বিষয় এটাই যে, ১৮৬ জন করোনা আক্রান্তের কোনও উপসর্গই ধরা পড়েনি।

বর্তমানে দিল্লিতে ৭৫টি হটস্পট চিহ্নিত রয়েছে, যেখানে কঠোরভাবে লকডাউন মেনে চলা হচ্ছে। সেখানে বর্তমানে করোনায় আক্রান্ত ১৯০০। এঁদের মধ্যে ২৬ জন আইসিইউ-তে রয়েছেনভেন্টিলেটরে আছেন ৬ জনমৃত্যু হয়েছে ৪৩ জনের। লকডাউনে ছাড় দেওয়া হলে এই সংখ্যাগুলো আরও অনেক বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে প্যানিক করার কোনও কারণ নেই বলেই আশ্বাস দিয়েছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.