লকডাউনের (Lockdown) মধ্যেও ভারতে (India) প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার সকাল আটটার মধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। স্বস্তির বিষয় হল, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৯৯২ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৪,৩৭৮ জন (সক্রিয় করোনা রোগী ১১,৯০৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮০। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৯৯২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪৮০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৪২ জনের, গুজরাটে ৪১ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৫ জনের, ঝাড়খণ্ডে দু’জনের, কর্ণাটকে ১৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৬৯ জন, মহারাষ্ট্রে ২০১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৩ জন, রাজস্থানে ১১ জনের, তামিলনাড়ুতে ১৫ জন, তেলেঙ্গানায় ১৮ জন, উত্তর প্রদেশে ১৪ জন এবং পশ্চিমবঙ্গে ১০ জন প্রাণ হারিয়েছেন।
দেশের অন্যান্য রাজ্যে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও, মহারাষ্ট্র ও দিল্লিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩২৩, তামিলনাড়ুতে ১৩২৩, দিল্লিতে ১৭০৭, কেরলে ৩৯৬, কর্ণাটকে সংক্রমিত ৩৫৯ জন। অন্ধ্রপ্রদেশে ৫৭২ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১২ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৫ জন, বিহারে ৮৩ জন, চন্ডীগড়ে ২১ জন, ছত্তিশগড়ে ৩৬ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ১০৯৯ জন, হরিয়ানায় ২২৫ জন, হিমাচল প্রদেশে ৩৬ জন, জম্মু-কাশ্মীরে ৩২৮ জন, ঝাড়খণ্ডে ৩৩ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১৩১০ জন, মণিপুরে দু’জন, মেঘালয় ৯ জন, মিজোরামে একজন, ওডিশায় ৬০ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ২০২ জন, রাজস্থানে ১২২৯ জন, তেলেঙ্গানায় ৭৬৬ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৪০ জন, উত্তর প্রদেশে ৮৪৯ এবং পশ্চিমবঙ্গে ২৮৭ জন।