আস্থা ভোট : মধ্যপ্রদেশ সরকারকে সুপ্রিম নোটিশ, পরবর্তী শুনানি বুধবার

অস্বস্তি বাড়ল কমল নাথ সরকারের| মধ্যপ্রদেশে রাজনৈতিক টানাপোড়েন নিয়ে আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে কমল নাথ সরকারের উপর| মধ্যপ্রদেশে অবিলম্বে আস্থা ভোট চেয়ে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্য বিজেপি বিধায়করা| সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| পরবর্তী শুনানি হবে বুধবার সকাল ১০.৩০ মিনিট|করোনাভাইরাস আশঙ্কার প্রেক্ষিতে সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় রাজ্যপালের বক্তৃতার পরই ২৬ মার্চ পর্যন্ত বিধানসভা অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার| ফলে সোমবার আস্থা ভোট হয়নি মধ্যপ্রদেশ বিধানসভায়| এরপরই মধ্যপ্রদেশ বিধানসভায় অবিলম্বে আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্যরা| মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি শুরু হয়| শুনানি শেষে মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| পরবর্তী শুনানি হবে বুধবার সকাল ১০.৩০ মিনিটে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.