কারও কোনও ক্ষতি হবে না, ইয়েস ব্যাঙ্কের সঙ্কটে অর্থমন্ত্রীর আশ্বাস

কারও কোনও ক্ষতি হবে না, ইয়েস ব্যাঙ্কের সঙ্কটে অর্থমন্ত্রীর আশ্বাস

ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) সঙ্কটে আমানতকারীদের কারও কোনও ক্ষতি হবে না| সমস্ত আমানতকারীদের টাকা সুরক্ষিত রয়েছে| শুক্রবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)| অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) (আরবিআই)-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি| আমানতকারী, ব্যাঙ্ক এবং অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে|


ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) থেকে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সাময়িক বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) (আরবিআই)| আরবিআই জানিয়েছে, ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না| নির্ধারিত এই সময়ের মধ্যে কোনও ঋণও দিতে পারবে না বেসরকারি এই ব্যাঙ্কটি| এখানেই শেষ নয়, ৩০ দিনের জন্য ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে| প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে| বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশিকা জারি করেছিল আরবিআই|


আরবিআই-এর এই কড়াকড়ির কারণে উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছেন গ্রাহকরা| ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরবিআই বেঁধে দেওয়ার পরই, শুক্রবার সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে টাকার তোলার হিড়িক পড়ে যায় গ্রাহকদের মধ্যে| শুক্রবার সকালে মুম্বইয়ে (Mumbai) ইয়েস ব্যাঙ্কের ফর্ট ব্রাঞ্চের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়| টাকা তোলার জন্য ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন করে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা|


এমতাবস্থায় গ্রাহকদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) বলেছেন, ‘সমস্ত আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, তাঁদের টাকা সুরক্ষিত রয়েছে| আরবিআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি| আমানতকারী, ব্যাঙ্ক এবং অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে|’ অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আরবিআই গভর্নর আমাকে আশ্বস্ত করেছেন শীঘ্রই এই বিষয়টির সমাধান হবে| আরবিআই এবং ভারত সরকারের এ দিকেই নজর রয়েছে| আমি নিজেও আরবিআই-এর সঙ্গে কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সবার স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.