আগামী ২৪-২৫ তারিখ সস্ত্রীক ভারত (India) সফরে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মুলত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভারত-মারকিন সম্পর্ককে মজবুত করতেই তার এই সফর। সফর মাঝে তিনি যাবেন মোদিরাজ্য গুজরাতেও (Gujarat)। সেখানে আমেদাবাদে (Ahmedabad) একটি স্টেডিয়ামের উদ্বোধনও করবেন তিনি। শোনা যাচ্ছে সেটি হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এই সফরে হতে পারে কয়েকটি নতুন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ।
গোটা দেশের বনিক মহল তাকিয়ে আছে আপাতত সেদিকেই। সফর নিয়ে তাই দেশে-বিদেশে উন্মাদনাও চরমে। তার আভাসই পাওয়া গেল যোগীরাজ্যের আগ্রাতে (Agra)। সূত্রের খবর স্ত্রী মেলানিয়ার সঙ্গে ট্রাম্প যেতে পারেন আগ্রায়। সেখানে তাজমহলের সামনে কিছুক্ষণ সময় কাটাবেন তারা। আর ট্রাম্পের এই তাজমহল সফরকে স্মরণীয় করে রাখতে গুজরাতের পাশাপাশি উঠেপড়ে লেগেছে যোগী প্রশাসনও। দিল্লি-আগ্রা রাস্তায় আগ্রা থেকে ১৫ কিমি আগের খেরিয়া থেকে বড় বড় ব্যানার লাগিয়েছে উত্তরপ্রদেশ সরকার আর সেই ব্যানারে লেখা রয়েছে, ‘মাননীয় ট্রাম্প, ভগবান রামের জন্মভুমিতে আপনাকে স্বাগত’। তা নিয়ে বিতর্কও কম হচ্ছেনা ।
সমালোচকরা বলছেন এটা বিজেপির গৈরিকিকরণেরই অংশ। নাহলে তাজমহলেরর মত একটি মুঘল স্থাপত্যের জায়গাকেই কেন রামের জন্মভুমির হোর্ডিং লাগানোর জায়গা হিসেবে বেছে নেওয়া হল ! তাতে অবশ্য পাত্তা দিতে নারাজ উত্তরপ্রদেশ সরকার। তারা বলছেন, উত্তরপ্রদেশ হল ভগবান রামের জায়গা। সুতরাং রামের নামে ব্যানার লাগিয়ে ভুল কিছু করা হয়নি ।