বীরভূম (Birbhum) জেলার রামপুরহাট (Rampurhat) বিধানসভা এলাকার ভাটিনা গ্ৰাম। সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত গ্ৰাম। একসময় বিভিন্ন প্রলোভনের দ্বারা বিভ্রান্ত করিয়ে তাদেরকে খ্রীষ্ঠান ধর্মে ধর্মান্তকরণ করানো হয়েছিল। পরে আবার সকলে স্বধর্মে ফিরে আসেন। গর্বের সাথে নিজেদের হিন্দু পরিচয় ঘোষণা করেন।
পরম্পরাগত ধারা মেনে ওখানে শিবরাত্রি পালিত হয়। মেলাও বসে। শতাধিক পুণ্যার্থীকে বাড়ীর দেওয়ালে রাখার জন্যে দেবাদিদেব মহাদেবের বাঁধানো ছবি দেওয়া হয় । সেইসঙ্গে জল ঢালবার পরে সকলের হাতে কিছু ফল তুলে দেওয়া হয় । এই আদিবাসীরাই তো হিন্দু সমাজের মূল ধারার বাহক। আর্থিক দিকটি বহন করেছেন রাজা ঘোষ (Raja Ghosh)-সহ সহৃদয় গ্রামবাসী।
2014 সালে বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা আদিবাসীদের খ্রিস্টান থেকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয় ।উপস্থিত ছিলেন প্রবীণ তোগরিয়া। সেই সময় ওই গ্রামে সিংহ বাহিনী নামে একটি শিব ঠাকুরের মন্দির নির্মাণ করা হয়েছিলো। প্রতি বছর শিবরাত্রির দিন ওই মন্দিরে মেলা বসে। প্রায় 3000 থেকে 4000 আদিবাসী হিন্দু সমাগম হয়। সকলে পুজো দেয়, জল ঢালে।