প্রার্থীদের অপরাধ সংক্রান্ত সমস্ত রেকর্ড ওয়েবসাইটে আপলোড করতে হবে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে| ওয়েবসাইটের পাশাপাশি সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রার্থীদের অপরাধ সংক্রান্ত সমস্ত রেকর্ড আপলোড করতে হবে রাজনৈতিক দলকে| বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত আরও জানিয়েছে, কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করলে, অবমাননার জন্য নিজেরাই দায়ী থাকবে| যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশিকা অমান্য করে, তাহলে ভারতের নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করবে|
সুপ্রিম কোর্ট এদিন স্পষ্টতই জানিয়ে দিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার ৪৮ ঘন্টা আগে প্রার্থীর নামে কোনও অপরাধমূলক অভিযোগ থাকলে তা দলের নিজস্ব ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানাতে হবে| এই মর্মে নির্বাচন কমিশনকে নথি দিতে হবে অন্তত ৭২ ঘন্টা আগে| বিচারপতি আর এফ নরিম্যানের বেঞ্চের মতে, যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে, তাহলে অবমাননার জন্য তাঁরা নিজেরাই দায়ী থাকবে| অপরাধমূলক অভিযোগ রয়েছে এমন কাউকে কী কারণে প্রার্থী নির্বাচন করা হল, তাও ওয়েবসাইটে জানানোর জন্য রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| প্রসঙ্গত, শেষ চারটি জাতীয় নির্বাচনে অপরাধের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে| সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত|
2020-02-13