ভক্তি আর আধ্যাত্মিকতার আবহে দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে উদযাপিত হলো ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে প্রণব মন্দির পর্যন্ত এক অনন্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
নজরকাড়া শোভাযাত্রা ও জীবন্ত প্রতিচ্ছবি
এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ১৩১ জন ছাত্রছাত্রীর স্বামী প্রণবানন্দজীর বেশে সজ্জিত হয়ে পথ চলা। গেরুয়া বসন, কপালে তিলক আর হাতে দণ্ড নিয়ে খুদে পড়ুয়ারা যখন শোভাযাত্রায় অংশ নেয়, তখন রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা অগুনতি ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় রোধে শিশুদের মাধ্যমে মানবিক শক্তি ও শুদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই সৃজনশীল ভাবনার মূল উদ্দেশ্য।
প্রদর্শনীতে সঙ্ঘের দশ কর্মধারা
শোভাযাত্রা শেষে প্রণব মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করে বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা। সেখানে ভারত সেবাশ্রম সঙ্ঘের মূল দশটি আদর্শ বা কর্মধারা— যেমন জনসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণকার্য, তীর্থসংস্কার ও মানবকল্যাণ— বিভিন্ন চিত্র ও মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এর ফলে সাধারণ মানুষ যেমন সঙ্ঘের ব্যাপ্তি সম্পর্কে ধারণা পান, তেমনি শিক্ষার্থীদের মনেও ছোটবেলা থেকে পরোপকারের বীজ বপন করা সম্ভব হয়।
আধ্যাত্মিক পরিবেশ ও উৎসবের আমেজ
দিনভর রীতি মেনে পুজো-আরতি, দেবত্বে বরণ এবং ভোগ নিবেদনের মাধ্যমে গুরু মহারাজের আবির্ভাব দিবস পালিত হয়। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, আজকের ভোগবাদী সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে প্রকৃত আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধই পারে একটি শক্তিশালী সমাজ গঠন করতে। সেই লক্ষ্যেই ভবিষ্যৎ প্রজন্মকে স্বামীজীর জীবন ও কর্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।
আসন্ন কর্মসূচি: ১১তম প্রণব রথযাত্রা
উৎসবের আমেজ এখানেই শেষ হচ্ছে না। মন্মথপুর প্রণব মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে:
- তারিখ: আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার)।
- অনুষ্ঠান: স্বামী প্রণবানন্দজী মহারাজের মূল আবির্ভাব তিথি উপলক্ষে বিধি মেনে আয়োজিত হবে ১১তম প্রণব রথযাত্রা।
- সময়: দুপুর ২টো থেকে এই বর্ণাঢ্য রথযাত্রা শুরু হবে।
মন্মথপুরের এই সামগ্রিক আয়োজন কেবল একটি স্মরণোৎসব নয়, বরং আগামী প্রজন্মের হৃদয়ে মানবসেবা ও আধ্যাত্মিক চেতনার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।

