সাফল্যের মাপকাঠি কি শুধু ট্রফি? রাজস্থান রয়্যালসের ক্রমবর্ধমান বাজারদর কিন্তু অন্য কথা বলছে। ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর গত ১৮ বছরে আর ট্রফি আসেনি। তবুও বাণিজ্যিক মূল্যে বিশ্বের বাঘা বাঘা ক্লাবকে ছাপিয়ে যেতে চলেছে এই দল।
বিলিয়ন ডলার ক্লাবে রাজস্থান
বর্তমানে রাজস্থানের মালিকানায় রয়েছে এমার্জিং মিডিয়া ভেঞ্চার্স, রেডবার্ড ক্যাপিটাল এবং টাইগার গ্লোবাল। তবে শীঘ্রই এই মালিকানায় বড় পরিবর্তন আসতে চলেছে। টাইমস ইন্টারনেট, ব্ল্যাকস্টোন কর্পোরেশন এবং কার্লাইল গ্রুপের মতো বিশ্বখ্যাত সংস্থাগুলি এই দলের মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে। বিনিয়োগকারীদের এই কাড়াকাড়ির ফলেই রাজস্থানের বাজারদর রেকর্ড ৯২১৫ কোটি টাকায় গিয়ে ঠেকছে।
কেন বাড়ছে বাজারদর?
- বিনিয়োগকারীদের আগ্রহ: একাধিক বড় সংস্থার আগ্রহ দলের নিলামি মূল্যকে আকাশছোঁয়া করে তুলেছে।
- পেশাদার মধ্যস্থতাকারী: রাজস্থানের মালিকানা বিক্রির বিষয়টি দেখছে রেইনে গ্রুপ। যারা চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বিশ্বখ্যাত ফুটবল ক্লাবের অংশীদারিত্ব বিক্রির দায়িত্ব সামলেছে।
- ব্র্যান্ড ভ্যালু: গত কয়েক বছরে ধারাবাহিকভাবে প্লে-অফে ওঠা এবং দলের তরুণ প্রতিভারা বাজারদর ধরে রাখতে সাহায্য করেছে।
আরসিবি-র সম্ভাব্য মালিকানা বদল
রাজস্থানের পরেই এই তালিকায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বর্তমান মালিক ডিয়াজিও গ্রুপও বেশ কিছু প্রস্তাব পেয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বেঙ্গালুরুর মালিকানা হাতবদল হলে তার দাম রাজস্থান রয়্যালসকেও ছাড়িয়ে যেতে পারে। কারণ আরসিবি-র গ্লোবাল ফ্যানবেস এবং বাণিজ্যিক গুরুত্ব আইপিএলে অতুলনীয়।
মালিকানা বদল কবে?
আইপিএলের আগামী মরসুমের দল গঠন ইতিমধ্যেই বর্তমান মালিকপক্ষ সেরে ফেলেছে। তাই মনে করা হচ্ছে, এই মরসুম শেষ হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে হাতবদল হতে পারে রাজস্থান রয়্যালসের মালিকানা।

