তারকেশ্বরের জনবহুল জয়কৃষ্ণ বাজার মোড় এলাকায় আজ সকালে এক ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো এক ব্যক্তির। নিজের দোকানে কাজ করার সময় আচমকাই বাতাসের চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র বা এয়ার কমপ্রেশার (Air Compressor) ট্যাঙ্কটি ফেটে গেলে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও বিশদে জানা না গেলেও, তিনি হুগলির চাঁপাডাঙ্গা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রতিদিনের মতো এদিন সকালেও চাঁপাডাঙ্গা থেকে নিজের গাড়ি নিয়ে জয়কৃষ্ণ বাজারে তাঁর কর্মস্থলে আসেন। সকাল আনুমানিক ১১টা নাগাদ তিনি যখন কমপ্রেশার মেশিনটি নিয়ে কাজ করছিলেন, তখনই বিকট শব্দে সেটির ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে যন্ত্রটি পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যায়।
উদ্ধারকাজ ও বর্তমান পরিস্থিতি
বিস্ফোরণের শব্দ শুনে আশেপাশের দোকানদার ও সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় দোকানের মেঝেতে পড়ে আছেন। খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘাতক যন্ত্রটির অবশিষ্টাংশ পরীক্ষা করছে। প্রাথমিক অনুমান, ট্যাঙ্কের ভেতরের অতিরিক্ত বায়ুচাপ বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিস্ফোরণ। কর্মক্ষেত্রে এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে গোটা জয়কৃষ্ণ বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

