টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে যোগ্যতা অর্জন পর্বে নেমেছিল বাংলাদেশ। টানা পাঁচটি ম্যাচে জয়লাভ করে সেই স্বপ্ন পূরণ করলেন নিগার সুলতানারা। বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৯ রানের জয় তুলে নিয়ে ইংল্যান্ডের বিমান নিশ্চিত করল টাইগ্রেসরা। বাংলাদেশের পাশাপাশি আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসও।
লড়াকু ব্যাটিংয়ে বড় সংগ্রহ
ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস এবং সোবানা মোস্তারি দলের হাল ধরেন।
- জুয়াইরিয়া ফেরদৌস: ৪৫ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস।
- সোবানা মোস্তারি: ৪২ বলে ৫৯ রান (ম্যাচের সর্বোচ্চ)। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ। যদিও লোয়ার অর্ডারের চারজন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হন, তবুও বড় লক্ষ্যমাত্রা খাড়া করতে সফল হয় সুলতানার দল।
নিয়ন্ত্রিত বোলিংয়ে থাইল্যান্ডকে রুখে দেওয়া
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৬ রানেই থমকে যায় থাইল্যান্ডের ইনিংস। নাথাকান চানথেম (৪৬) এবং অধিনায়ক চাইওয়াই (৩০) লড়াই করার চেষ্টা করলেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে তা যথেষ্ট ছিল না।
- মারুফা আক্তার: ২৫ রানে ৩ উইকেট নিয়ে ধস নামান থাইল্যান্ডের ব্যাটিংয়ে।
- রিতু মনি ও শোর্না আক্তার: দুজনেই ২টি করে উইকেট নেন।
পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ
যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্স পর্যায়ে তিনটি ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে জেতা ৪ পয়েন্টও এই তালিকায় যোগ হয়েছে। সব মিলিয়ে প্রতিযোগিতায় টানা ৫টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল লাল-সবুজের দল।
আগামী জুন-জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী চারটি দলের মধ্যে অন্যতম হিসেবে খেলবে বাংলাদেশ। পুরুষ দলের ব্যর্থতার পর প্রমিলা বাহিনীর এই সাফল্য ওপার বাংলার ক্রিকেট প্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

