মেয়েদের আইপিএলে অভিষেকেই নজির দিল্লির দিয়ার, ডব্লিউপিএলে প্রথম ম্যাচ খেললেন আরও এক জন

মহিলাদের প্রিমিয়ার লিগে অভিষেকেই নজির দিয়া যাদবের। দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার সবচেয়ে কম বয়সে ডব্লিউপিএলের ম্যাচ খেলার রেকর্ড গড়ল। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে অভিষেক হল মুম্বই ইন্ডিয়ান্সের বৈষ্ণবী শর্মারও।

১৬ বছর ১০৩ দিন বয়সের দিয়াই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মিনু মানির পরিবর্ত হিসাবে দিয়াকে খেলাচ্ছেন জেমাইমা রদ্রিগেজ়রা। হরিয়ানার দিয়া আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত মহিলাদের ক্রিকেটমহলে। ডান হাতে ব্যাট করলেও দিয়া বাঁহাতি স্পিনার। যদিও তাঁকে খেলানো হচ্ছে ফিনিশার হিসাবে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য মহিলাদের ক্রিকেটে দিয়া ‘ছোটি শেফালি’ হিসাবে পরিচিত।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়র্জ়ের ট্রায়ালে যোগ দিলেও কোনও দলই দিয়াকে নেয়নি নিলামে। দিল্লি তাকে ১০ লাখ টাকায় কিনে নেয়। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেটে প্রথম নজর কাড়ে দিয়া। সেই প্রতিযোগিতায় ৯৬.৩৩ গড়ে ৫৭৮ রান করেছিল দিয়া। ত্রিপুরার বিরুদ্ধে ১২৫ বলে ২১৩ রানের ইনিংস-সহ প্রতিযোগিতায় তিনটি শতরান এসেছিল তার ব্যাট থেকে। দিয়ার বাবা রাকেশ যাদব দিল্লির হয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। ২০১৭ সালে মহিলাদের বিশ্বকাপ ফাইনাল দেখার পর ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় দিয়ার। মেয়ের আগ্রহ দেখে রাকেশ তাঁকে পুণের একটি অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। তার পর ব্যাট-বল হাতে ক্রমশ এগিয়ে মহিলাদের আইপিএলের ম্যাচে নজির গড়ে ফেলল ১৬ বছরের ব্যাটিং অলরাউন্ডার।

একই ম্যাচে মুম্বইয়ের হয়ে ডব্লিউপিএলে অভিষেক হল ২০ বছরের বৈষ্ণবীর। মধ্যপ্রদেশের ২০ বছরের বাঁহাতি স্পিনার দেশের হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচটি ২০ ওভারের ম্যাচ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫টি উইকেট রয়েছে। চোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন হরমনপ্রীত কৌরের দলের উইকেটরক্ষক-ব্যাটার জি কমলিনী। তাঁর পরিবর্তে প্রথম একাদশে নেওয়া হয়েছে বৈষ্ণবীকে। গত বছর মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বৈষ্ণবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.