২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিজেদের জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে তৎপর হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে চৌমাথা মোড়, জনবসতি পূর্ণ এলাকা ও বাজার অঞ্চলগুলিতে পথসভার মাধ্যমে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও প্রচার করা হচ্ছে।
এর পাশাপাশি দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
খড়্গপুর গ্রামীণের কেশপাল এলাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে গ্রামীণ মণ্ডলের প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে নেতৃত্ব দেন জেলা নেতা তপন ভুঁইঞা। উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি আগামী বিধানসভা নির্বাচনের জন্য দলের রণকৌশল, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার নির্দেশ দেন।

এই সম্মেলনে জেলা নেতৃত্বের মধ্যে তপন ভুঁইঞা, দেবাশীষ ভুঁইঞা, সৌমেন তেওয়ারি সহ অন্যান্য এই বিজেপি নেতারা উপস্থিত থাকলেও জেলা সভাপতি সুমিত মণ্ডলকে দেখা যায়নি। যদিও জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দলের নির্দেশ মেনেই এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং জেলা সভাপতি ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

