পশ্চিমবঙ্গে নির্বাচনী পর্যবেক্ষকদের সফরকালে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। মূলত মুরুগান-কাণ্ডেই কমিশন তোপ দেগেছে। ওই ঘটনায় বিশদ রিপোর্ট (এটিআর) আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।
শনিবার কমিশনের তরফে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশককে। এই সঙ্গে যথাযথ পুলিশি ব্যবস্থা করতেও বলেছে কমিশন। নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্রর লেখা চিঠিতে জানানো হয়েছে, “গত ২৮ ডিসেম্বর কমিশন লিখিতভাবে জানিয়েছিল, ২০০৫ ব্যাচের আইএএসসি মুরুগানকে দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার হিসাবে নিয়োগ করা হচ্ছে। ৩০ তারিখে তিনি অভিযোগ করেন, দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহকুমার মগরাহাট-১ ও মগরাহাট-২ এবং কুলপি ব্লকে শুনানীকালীন পরিস্থিতি দেখতে গিয়ে তিনি একগুচ্ছ পরিস্থিতির মুখে পড়েন। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের পৃথক রিপোর্টেও এই অভিযোগ পাওয়া গিয়েছে।

