১৭৭ বলে ২০০! ইনজামামের তিন দশকের পুরনো নজির ভেঙে দিলেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক

পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ নতুন নজির গড়লেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সে দেশের দ্রুততম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের নজির গড়েছেন মাসুদ। সোমবার তিনি ১৭৭ বলে দ্বিশতরান করেছেন। ভেঙে দিয়েছেন ইনজামাম উল হকের ৩০ বছরের পুরনো নজির।

প্রেসিডেন্টস কাপে এ দিন ম্যাচ ছিল সুই নর্দার্ন গ্যাসের সঙ্গে সাহার অ্যাসোসিয়েটসের। নর্দার্ন গ্যাসের ব্যাটার মাসুদ নজির গড়েন। ১৯৯২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ১৮৮ বলে দ্বিশতরানের নজির গড়েছিলেন ইনজামাম। সেটি এ দিন ভেঙে গিয়েছে। প্রথম দিনের খেলা শেষে ১৮৫ বলে ২১২ রানে অপরাজিত রয়েছেন মাসুদ।

পাকিস্তানে গিয়ে দ্রুততম দ্বিশতরানের নজির রয়েছে বীরেন্দ্র সহবাগের। ২০০৬-এ লাহোরে তিনি ১৮২ বলে দ্বিশতরান করেছিলেন। সেই নজির পাকিস্তানের কোনও ব্যাটারই এত দিনে ভাঙতে পারেননি।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মাসুদ। তাঁকে পূর্ণ সময়ের টিম ডিরেক্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পারফরম্যান্সের উপরে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব নিতে চাননি মাসুদ। তিনি মনোযোগ দিতে চেয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।

এই দায়িত্ব নিতে গেলে মাসুদকে ক্রিকেট খেলাই ছেড়ে দিতে হত। কিন্তু ৩৬ বছর হয়ে গেলেও মাসুদ এখনই ক্রিকেট ব্যাট তুলে রাখতে রাজি নন। তাই বোর্ডের প্রস্তাবে রাজি হননি তিনি।

পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট খেলে ২৫৫০ রান রয়েছে মাসুদের। তিনি ছ’টি শতরানের পাশাপাশি ১৩টি অর্ধশতরান করেছেন। এক দিনের ক্রিকেটে ৯ ম্যাচে ১৬৩ রান রয়েছে তাঁর। ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৯৬ রান। তবে সাদা বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে তিনি। শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিন বছর আগে। এক দিনের ক্রিকেটেও গত দু’বছরে জায়গা পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.