বুধবার জোড়া শতরানের পর শুক্রবারও বিজয় হজারেতে দেখা যাবে রোহিত-কোহলিকে, রানের খরা কাটাতে নেটে শুভমন

প্রথম ম্যাচে শতরান করেছেন দু’জনেই। সেই ফর্মই দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে চান বিরাট কোহলি ও রোহিত শর্মা। শুক্রবার বিজয় হজারেতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন রো-কো। অন্য দিকে শুভমন গিল আপাতত অনুশীলনে ব্যস্ত। রানে খরা থাকায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। তাই নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করছেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক।

১৫ বছর পর বুধবার ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট খেলতে নেমেছিলেন কোহলি। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে দিল্লিকে জেতান তিনি। রোহিতও সাত বছর পর এই প্রতিযোগিতায় নেমেছেন। বুধবার সিকিমের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। ৯৪ বলে ১৫৫ রান করে মুম্বইকে জেতান রোহিত। দুই ব্যাটারই বুঝিয়ে দেন, ছন্দেই রয়েছেন তাঁরা।

ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর আপাতত এক দিনের ক্রিকেটই খেলছেন রোহিত ও কোহলি। ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে চান তাঁরা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, সেই দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে দুই তারকাকে। সেই কারণেই এত দিন পর আবার বিজয় হজারেতে খেলছেন তাঁরা। তবে রোহিত ও কোহলিকে কিছুটা সুবিধা দিয়েছে বোর্ড। দু’টি ম্যাচ খেললেই হবে তাঁদের। সেই কারণেই দুই তারকা প্রথম দু’টি ম্যাচকে বেছে নিয়েছেন।

শুক্রবার কোহলির দিল্লির বিরুদ্ধে খেলা গুজরাতের। অন্য দিকে রোহিতের মুম্বই খেলবে উত্তরাখণ্ডের বিরুদ্ধে। দিল্লি-গুজরাত ম্যাচ হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। মুম্বই-উত্তরাখণ্ড ম্যাচ জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে হবে। দু’টি খেলাই শুরু সকাল ৯টা থেকে।

বিজয় হজারে খেলতে পঞ্জাব দল রয়েছে রাজস্থানে। কিন্তু শুভমন পড়ে রয়েছেন পঞ্জাবে। আপাতত নেটে ব্যাট করে চলেছেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। কয়েক দিন আগে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমনকে। এশিয়া কাপ থেকে দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু খারাপ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছে। সেই কারণেই নেটে বেশি সময় কাটাচ্ছেন শুভমন।

মোহালিতে পঞ্জাব ক্রিকেট সংস্থার মাঠে শুভমনের ব্যাট করার ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, মারমুখী মেজাজে রয়েছেন তিনি। একের পর এক বড় শট খেলছেন। ঘণ্টার পর ঘণ্টা নেটে সময় কাটাচ্ছেন শুভমন। হয়তো নিজের ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি। তার পরেই বিজয় হজারেতে দেখা যাবে শুভমনকে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পায়ের চোটের কারণে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে দলে ছিলেন না শুভমন। চোট সেরেছে। ম্যাচ ফিটনেসের জন্য তিনি বিজয় হজারে খেলার কথা জানিয়েছিলেন। তাঁকে পঞ্জাবের প্রাথমিক দলে রাখাও হয়েছিল। কিন্তু মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিষেক শর্মা খেললেও শুভমন খেলেননি। শুভমন জানিয়ে দিয়েছেন, জানুয়ারি মাসে বিজয় হজারেতে খেলবেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না থাকার অর্থ, শুভমন সামনে শুধু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন। ১১ জানুয়ারি থেকে সেই সিরিজ় শুরু। তার আগে নিজেকে তৈরি করছেন শুভমন।

শুক্রবার বিজয় হজারে এলিটে একসঙ্গে ১৬টি ম্যাচ হবে। সেইসঙ্গে প্লেটেরও তিনটি ম্যাচ হবে। সবগুলি ম্যাচই শুরু সকাল ৯টা থেকে। রোহিত, কোহলি ছাড়াও ঋষভ পন্থ, রিঙ্কু সিংহ, অভিষেক শর্মা, ঈশান কিশন, বৈভব সূর্যবংশীদের উপর নজর থাকবে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.