দলের সঙ্গে অহমদাবাদে শুভমন, তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে অনিশ্চিত ভারতীয় ব্যাটার

চতুর্থ টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছিলেন। শুক্রবার অহমদাবাদে পঞ্চম টি-টোয়েন্টি কি খেলবেন শুভমন গিল? এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ধোঁয়াশার মধ্যেই অহমদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমন। দলের সঙ্গেই রয়েছেন তিনি। তবে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অহমদাবাদ পৌঁছেছে ভারতীয় দল। সেখানেই দেখা গিয়েছে শুভমনকে। দলের সঙ্গে থাকলেও শুভমনের খেলা নিয়ে সংশয় রয়েছে। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, শুভমনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। এই কথা থেকে স্পষ্ট, সামান্য যন্ত্রণা থাকলেও তাঁকে খেলানো হবে না। সে ক্ষেত্রে ওপেন করবেন সঞ্জু স্যামসন।

লখনউয়ে বুধবার খেলার আগে নেটে ব্যাট করছিলেন শুভমন। তখনই একটি বল তাঁর পায়ে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। শুভমনের চোট সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা। আর ব্যাট করেননি তিনি। খেলা শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়, লখনউয়ে শুভমন খেলবেন না। যদিও কুয়াশার কারণে সেই ম্যাচ হয়নি। ফলে শুভমনের বদলে কেউ খেলার সুযোগও পাননি।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন ঘাড়ে টান ধরেছিল শুভমনের। হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। সেই টেস্টের বাকিটা ও গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে খেলেননি শুভমন। পরে এক দিনের সিরিজ়েও দলের বাইরে ছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজ়ে ফিরেছিলেন। আবার চোট পেয়েছেন ছোট ফরম্যাটে ভারতের সহ-অধিনায়ক।

এই সিরিজ়ে শুভমন তিনটি ম্যাচে মাত্র ৩২ রান করেছেন। কটকে চার রান করে আউট হন। এরপর মুল্লানপুরে প্রথম বলেই শূন্য রান করে আউট হয়ে যান। ধর্মশালায় তিনি ২৮ রান করে ফর্মে ফেরার কিছুটা লক্ষণ দেখিয়েছিলেন। সিরিজে তাঁর গড় ১০.৬৬ ​​এবং স্ট্রাইক রেট ১০৩.২২। এই বছরটাও ভাল যায়নি শুভমনের। ১৫টি ম্যাচে মাত্র ২৯১ রান করেছেন। গড় ২৪.২৫ এবং স্ট্রাইক রেট ১৩৭.২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.