SIR in Bengal: SIR-র খসড়া তালিকা প্রকাশের আগেই লিস্ট-আউট! ডানকুনিতে ক্যাম্প করে BLO নিজেই…

 SIR-র খসড়া তালিকা বেরনোর আগে লিস্ট-আউট! এলাকায় ক্যাম্প করে নথি সংগ্রহ করছেন BLO।  কেন ফের নথি জমা নেওয়া হচ্ছে? লিস্ট-ইবা কীসের? চাঞ্চল্য হুগলির ডানকুনিতে।

  

2/7

 বাংলায় SIR-র কাজ শেষ। আগামীকাল, মঙ্গলবার খসড়া তালিকায় প্রকাশ করবে কমিশন।  বস্তুত, BLO-দের অ্য়াপে খসড়া তালিকা আপলোডের কাজও শুরু হয়ে গিয়েছে।

3/7

 সিইও অফিস সূত্রের খবর,  রাজ্যের প্রায় ৮১ হাজার বুথের BLO-দের অ্য়াপে যে খসড়া তালিকা আপলোড করা হচ্ছে, তেমনি ছাপার অক্ষরে বুথে বুথে পৌঁছে যাবে তালিকা।  

  

4/7

এদিকে হুগলির ডানকুনি পুরসভা ২০ ওয়ার্ডের  মাথুরডাঙ্গী এলাকায় এখনও ভোটারদের কাছ থেকে নথি জমা নেওয়া যাচ্ছে। এলাকার রীতিমতো ক্যাম্প করেছেন BLO সন্ধ্যা ধারা।

  

5/7

  SIR-র কাজ তো শেষ। তাহলে কেন নথি জমা নিচ্ছেন? কোনও সদুত্তর দিতে পারেননি BLO।

  

6/7

খসড়া তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে কমিশন সূত্রে খবর, প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁদের  তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হতে পারে।

7/7

 তালিকা থেকে কাদের নাম বাদ পড়তে পারে?  স্থানীয় তৃণমূল নেতৃত্ব ডানকুনি পুরসভা ২০ ওয়ার্ডের  মাথুরডাঙ্গী  লিস্ট টাঙিয়ে দিয়েছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.