টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট, ভারতীয় দলের জার্সি উপহার মেসিকে, মুম্বই-হায়দরাবাদের মতো দিল্লিও শিক্ষা দিয়ে গেল কলকাতাকে

ঘড়ি ধরে ৩৫ মিনিট। মসৃণ অনুষ্ঠানে দিল্লিবাসীর মন জয় করে নিলেন লিয়োনেল মেসি। সঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। উপহার পেলেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-আমেরিকা ম্যাচের টিকিট, ভারতীয় ক্রিকেট দলের জার্সি। সবচেয়ে খুশি হলেন অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়ে।

কড়া নিরাপত্তার মধ্যে বিকাল ৪.২৬ মিনিটে অরুণ জেটলি স্টেডিয়ামে দুই সতীর্থকে নিয়ে পৌঁছোন মেসি। এ দিনের অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রতিটি পদক্ষেপ ছিল মাপা। স্টেডিয়ামে পৌঁছেই প্রদর্শনী ম্যাচ খেলা দু’দলের ফুটবলারদের সঙ্গে করমর্দন করেন। সৌজন্য বিনিময় করেন। ছবি তোলেন। সব মিলিয়ে ঠিক ৫ মিনিট। এর পর মাঠের এক দিক থেকে অন্য দিকে গেলেন গ্যালারির ফুটবলপ্রেমীদের অভিননন্দন গ্রহণ করতে করতে। যাওয়ার সময় বেশ কয়েকটি ফুটবল মেসি, সুয়ারেজ়, ডি’পল পাঠিয়ে দিলেন গ্যালারিতে। ঠিক ৫ মিনিটের মাথায় পৌঁছে গেলেন এক দল খুদে ফুটবলারের মাঝখানে। তাদের সঙ্গে খেললেন তিন তারকা। এই সময় মেসিকে সবচেয়ে বেশি খুশি দেখাচ্ছিল। দু’এক জনের টাচ দেখে হাতের ইশারায় প্রশংসাও করলেন। খুদেদের সঙ্গে ছবি তুলে, সইয়ের আবদার মিটিয়ে আবার হাঁটতে শুরু করলেন মেসি। এখানেও খরচ করলেন ৫ মিনিট। গ্যালারিতে আবার কিছু বল পাঠিয়ে দর্শকদের মনোরঞ্জন করলেন। ৫ মিনিট পর মেসি আবার মিশে গেলেন আর এক দল খুদে ফুটবলারের সঙ্গে। তাদের সঙ্গেও কাটালেন ৫ মিনিট।

খুদেদের সঙ্গে দ্বিতীয় পর্বের শুরুতেও বেশ হাসি মুখে ছিলেন মেসি। কিন্তু শেষ দিকে একটু যেন তাল কাটার মতো পরিস্থিতি তৈরি হল। সইয়ের আবদাররত কয়েক জন খুদে ফুটবলার মেসির একদম গায়ে চলে গিয়েছিল। ধাক্কাধাক্কির পরিস্থিতি এড়াতে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং দুই সতীর্থকে ডেকে নিয়ে মেসি মাঠের মাঝে তৈরি মঞ্চের দিকে হাঁটতে শুরু করেন। যদিও খুদেদের ভিড়ে মেসিকে বিরক্ত দেখায়নি। বাকি সকলকে আটকে দেওয়া হয়।

মেসি, সুয়ারেজ় এবং ডি’পলকে মঞ্চে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভাপতি জয় শাহ এবং দিল্লি অ‍্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি রোহন জেটলি।

এ সময় মেসির হাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-আমেরিকা ম্যাচের টিকিট তুলে দেন জয়। দেওয়া হয় ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা ব্যাট। তিন ফুটবলারকে ভারতীয় ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উপহার দেন জয়। মেসি, সুয়ারেজ় এবং ডি’পলের নাম এবং জার্সি নম্বর লেখা বিশেষ জার্সি তৈরি করানো হয়েছিল। এ সময় মঞ্চে আসেন বাইচুং ভুটিয়া। তিন ফুটবলারের সঙ্গে সৌজন্য বিনিয়ম করেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক।

মঞ্চে মিনিট ৮-এর ছোট অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন মেসি। ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান স্প্যানিশে। ৩০ সেকেন্ডের বক্তব্য শেষ করে ঠিক বিকাল ৫.০১ মিনিটে স্টেডিয়াম ছাড়েন মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.