মৃতদেহ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ নয়! নতুন আইনে রাজস্থানে হতে পারে পাঁচ বছর পর্যন্ত জেল

রাজস্থানের রাস্তায় মৃতদেহ নিয়ে বসে বিক্ষোভ দেখানো যাবে না। ২৪ ঘণ্টার বেশি আটকে রাখা যাবে না শেষকৃত্য। এ সব করলে তা অপরাধের সামিল বলেই ধরে নেওয়া হবে। রবিবার ‘মৃতদেহের সম্মান’ আইন কার্যকর করেছে রাজস্থানের বিজেপি সরকার। পূর্বতন কংগ্রেস সরকারের আমলে আইনটি পাশ হয়েছিল।

নতুন আইন অনুসারে, কোনও ব্যক্তির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে শেষকৃত্য সম্পন্ন করতে হবে। মৃতের আত্মীয় রাজ্যের বাইরে থাকলে বা ময়নাতদন্তের প্রয়োজন হলে একমাত্র শেষকৃত্য দেরিতে করা যেতে পারে। দেহ নিয়ে বিক্ষোভে শামিল হলে বা রাস্তা অবরোধ করলে বিক্ষোভকারীদের এক থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। সঙ্গে হবে জরিমানা।

রাজনৈতিক বা সামাজিক চাপের কারণে পরিবারের লোকজন মৃতদেহ নিতে না চাইলে, সে ক্ষেত্রেও পেতে হবে শাস্তি। নতুন আইনে সে কথাও বলা হয়েছে। দেহ নিয়ে বিক্ষোভ দেখালে মৃতের পরিবারের লোকজনের পাশাপাশি আয়োজক সংগঠন বা রাজনৈতিক নেতারও শাস্তি হবে।

২০২৩ সালের ২০ জুলাই রাজস্থানে পাশ হয়েছিল বিলটি। রাজ্যপালের সম্মতিতেই বিলটি আইনে পরিণত হয়। সে সময় রাজস্থান বিধানসভায় বিরোধী শিবিরে ছিল বিজেপি। তারা আইন নিয়ে বিক্ষোভ দেখায়। এ বার সেই বিজেপিই আইন কার্যকর করেছে। আইনের কোনও সংশোধনও তারা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.