অস্ট্রেলিয়ার মাটিতে শতরান-সহ সিরিজ়ের সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার পেয়েছিলেন রোহিত শর্মা। আইসিসি-র এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। কয়েক সপ্তাহ পর শীর্ষস্থান হারালেন রোহিত। দ্বিতীয় স্থানে নামলেন তিনি। শীর্ষে উঠলেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল। রোহিত যেমন না খেলেই নামলেন, ঠিক তেমনই মাঠে না নেমেই ক্রমতালিকায় উঠলেন শ্রেয়স আয়ার।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচে শতরান করেছেন মিচেল। এক দিনের ক্রিকেটে এটি তাঁর সপ্তম শতরান। ভাল খেলায় এক নম্বরে উঠেছেন তিনি। মিচেলের পয়েন্ট ৭৮২। রোহিত মাত্র এক পয়েন্ট পিছিয়ে। ৭৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তিনি।
মিচেল নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় ব্যাটার যিনি এক দিনের ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন। এর আগে ১৯৭৯ সালে গ্লেন টার্নার এক দিনের ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন। কেন উইলিয়ামসনের মতো ব্যাটারও কোনও দিন আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে উঠতে পারেননি। সেটাই করে দেখালেন মিচেল।
প্রথম দশে ভারতের আরও তিন ব্যাটার রয়েছেন। চার নম্বরে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। পাঁচ নম্বরে বিরাট কোহলি। তাঁর নীচেই পাকিস্তানের বাবর আজ়ম। শ্রেয়স ছিলেন ন’নম্বরে। আটে উঠেছেন তিনি। শ্রীলঙ্কার চরিথ আসালঙ্ক নীচে নামায় শ্রেয়সের উত্থান হয়েছে। তবে আপাতত ক্রিকেটের বাইরে তিনি। অস্ট্রেলিয়ায় ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ কিছু দিন হাসপাতালে কাটাতে হয়েছে তাঁকে। আপাতত বিশ্রামে রয়েছেন। ক্রিকেটে ফিরতে আরও তিন মাস লাগতে পারে তাঁর।

