আগামী বছর বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হয়ে যাবে ছোটদের এক দিনের বিশ্বকাপ। বুধবার সেই প্রতিযোগিতার সূচি জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী বছরের শুরুতেই হবে প্রতিযোগিতা। চলবে ২৩ দিন ধরে। তবে চমক এটাই যে, ভারত ও পাকিস্তান এক গ্রুপে নেই।
২০০৮ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ হয়ে যাওয়ায় আইসিসি বা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় দুই দলকে এক গ্রুপে রাখা নিয়মে পরিণত হয়েছিল। যাতে অন্তত এক বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, তার জন্যই এই ব্যবস্থা। গত কয়েক বছরে তা আরও বেড়েছে। চলতি বছর এশিয়া কাপে তিন বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু ছোটদের বিশ্বকাপে সেই পথে হাঁটল না জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। ভারত এ গ্রুপে রয়েছে। পাকিস্তান বি গ্রুপে। অর্থাৎ, নক আউট ছাড়া দু’দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
১৫ জানুয়ারি শুরু হবে ছোটদের বিশ্বকাপ। ফাইনাল ৬ ফেব্রুয়ারি। তার পরেই শুরু বড়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৩ দিন ধরে মোট ৪১টি ম্যাচ হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। নামিবিয়া ও জ়িম্বাবোয়েতে হবে সব খেলা। জ়িম্বাবোয়ের হারারের দু’টি মাঠ ও বুলাওয়ায়োর মাঠে খেলা হবে। নামিবিয়ারও দু’টি মাঠে হবে খেলা। এ বারই প্রথম বিশ্বকাপে খেলবে তানজানিয়া। জাপানের এটি দ্বিতীয় বার। এর আগে ২০২০ সালে খেলেছিল তারা।
১৫ জানুয়ারি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ আমেরিকা। ১৭ জানুয়ারি ভারত-বাংলাদেশ ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচও ভারতের। ২৪ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। চারটি গ্রুপের সেরা তিনটি দল যাবে দু’টি সুপার সিক্স গ্রুপে। অর্থাৎ, দু’টি গ্রুপে ছ’টি করে দল থাকবে। তাদের মধ্যে খেলা হবে। তার পর সেখান থেকে দু’টি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। তার পর হবে সেমিফাইনাল ও ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজ়ার্ভ দিন রাখা হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:
গ্রুপ এ— ভারত, বাংলাদেশ, আমেরিকা ও নিউ জ়িল্যান্ড।
গ্রুপ বি— জ়িম্বাবোয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
গ্রুপ সি— অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা।
গ্রুপ ডি— তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ়, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

