আশঙ্কাই সম্ভবত সত্যি হতে চলেছে। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সম্ভবত খেলতে পারবেন না শুভমন গিল। বাদ দেওয়া হয়েছে তাঁকে। ঘাড়ের ব্যথা কমলেও এখনও খেলার মতো জায়গায় নেই শুভমন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ম্যানেজমেন্ট। শুভমন না খেলায় গুয়াহাটিতে ভারতকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ একটি রিপোর্টে এই খবর জানিয়েছে।
ইডেন টেস্ট চলাকালীন ঘাড়ে ব্যথা পেয়েছিলেন শুভমন। বোর্ড সূত্রে জানা গিয়েছিল, ইডেন টেস্টের দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পরেই শুভমন ঘাড়ে ব্যথা অনুভব করেন। তার জন্য তিনি ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। তাতেও লাভ হয়নি। ব্যাট করতে নামার আগেও তিনি ব্যথা কমানোর ওষুধ খেয়েছিলেন। নিজের তৃতীয় বলে সাইমন হারমারকে স্লগ সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয়েছিল শুভমনের। সঙ্গে সঙ্গে মাঠে চলে এসেছিলেন ফিজিয়ো। পরীক্ষা করার পর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। মাত্র তিন বল ক্রিজ়ে ছিলেন শুভমন। সমস্যা এতটাই যে, ঘাড় ঘোরাতেই পারছিলেন না তিনি। মেরুদণ্ডেও সমস্যা রয়েছে বলে জানা গিয়েছিল।
হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই হয়েছিল শুভমনের। সেখানেও ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনও এমআরআই করানো হয়েছিল। তখনকার এবং এখনকার এমআরআই-এর ফলাফলের মধ্যে মিল রয়েছে। গত রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল শুভমনকে। টিম হোটেলে ফিরে গিয়েছিলেন ভারত অধিনায়ক।
শুভমন গুয়াহাটি যাবেন কি না তা নিয়েও সংশয় ছিল। অবশেষে সেই সংশয় মেটায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার দুপুর ১২.৩৫ মিনিটে শুভমনের স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিয়েছে বোর্ড। তারা জানিয়েছে, ইডেনে দ্বিতীয় দিনের খেলাশেষে শুভমনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিনই তিনি ছাড়া পান। যে চিকিৎসা তাঁকে দেওয়া হয়েছে তাতে ভাল ভাবেই সাড়া দিয়েছেন শুভমন। তাই ১৯ নভেম্বর দলের সঙ্গেই তিনি গুয়াহাটি যাবেন।
বুধবার দুপুরে গুয়াহাটি উড়ে যান ভারত অধিনায়ক। ‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, বাকি দল একসঙ্গে বাসে করে বিমানবন্দরে গেলেও শুভমন একটি আলাদা গাড়িতে সেখানে পৌঁছোন। তাঁর সঙ্গে ফিজিয়ো ছিলেন। বিমানবন্দরে শুভমনের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নেক কলার পরেই বিমানবন্দরে ঢুকছেন তিনি। পিছন ফিরে কাউকে দেখতে হলে পুরো শরীর ঘোরাতে হচ্ছে তাঁকে। বোঝা যাচ্ছে, এখনও ঘাড় ঘোরাতে সমস্যা হচ্ছে ভারত অধিনায়কের। তবে সেই অবস্থাতেই গুয়াহাটি গিয়েছেন শুভমন। তার পরেই জানা গেল, দলের সঙ্গে গেলেও খেলতে নামবেন না তিনি।

