নজরে যাত্রী স্বাচ্ছন্দ্য। শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে এবার রবিবারও AC লোকাল! শুধু তাই নয়, বিকেলের ব্যস্ত সময়ে শিয়ালদহ-কল্য়াণী রুটে আরও একটি AC লোকাল চালানোর সিদ্ধান্ত নিল পূ্র্ব রেল। সঙ্গে মেট্রো যাত্রীদের সুবিধায় দমদম ক্যান্টনমেন্ট থেকে পর্যন্ত বনগাঁ পর্যন্ত নতুন লোকাল ট্রেন।
2/9
রবিবারেও AC লোকাল!

গলদঘর্মে হয়ে ‘ডেইলি প্যাসেঞ্জারি’র দিন শেষ। লোকাল ট্রেনেও এখন এসি!
3/9
রবিবারেও AC লোকাল!

স্রেফ শিয়ালদহ-রানাঘাট নয়, শিয়ালদহ–কৃষ্ণনগর ও শিয়ালদহ-কল্য়াণী শাখাতেও চলছে AC লোকাল।
4/9
রবিবারেও AC লোকাল!

রবিবার বাদে রোজ। শিয়ালদহ–কৃষ্ণনগর এতদিন সোমবার থেকে শনিবার পর্যন্তই AC লোকাল ট্রেন চলত। এবার সপ্তাহান্তে ছুটির দিনে সপরিবার রেলযাত্রা আরও আরামদায়ক। কারণ, শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে রবিবারও মিলবে AC লোকাল।
5/9
রবিবারেও AC লোকাল!

রবিবার শিয়ালদহ থেকে এসি লোকাল ছাড়বে সকাল ১১:৫৫ নাগাদ। কৃষ্ণনগর পৌঁছবে দুপুর ২:২০ মিনিট নাগাদ। আবার ফিরতি পথে কৃষ্ণনগর থেকে দুপুর ৩:৫৭ মিনিট নাগাদ ছেড়ে শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
6/9
রবিবারেও AC লোকাল!

AC লোকালের পরিষেবার আওতায় চলে এসেছে শিয়ালদহ-কল্য়াণী শাখাও। বস্তুত, চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, এই শাখায় বিকেলে আরও AC লোকাল চালানোর কথা ঘোষণা করেছে পূর্ব রেল।
7/9
রবিবারেও AC লোকাল!

শিয়ালদহ থেকে দুপুর ৩:১০ মিনিট নাগাদ কল্যাণীর উদ্দেশ্যে এসি লোকাল ছাড়বে। কল্যাণী পৌঁছবে বিকেল ৪:৩২ মিনিট নাগাদ। কল্যাণী থেকে এসি লোকাল ছাড়বে ৫:০২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে সন্ধ্যা ৬:২০ মিনিট নাগাদ।
8/9
রবিবারেও AC লোকাল!

দমদম বা দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ট্রেনে এসে অনেকেই আবার মেট্রো ধরেন। তাঁদের কথা মাথায় রেখে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ পর্যন্ত নতুন লোকাল চালু করা হচ্ছে।
9/9
রবিবারেও AC লোকাল!


