SIR in Bengal: ভোটার লিস্টে স্বামীর নাম ভুল! SIR আতঙ্কে চরম পদক্ষেপ বধূর…. ট্রেনের সামনে….

আতঙ্কের নাম SIR! ফের আত্মহত্যা মুর্শিদাবাদে? চলন্ত ট্রেনে সামনে ঝাঁপ দিলেন মহিলা। কান্দি, বহরমপুরের পর এবার বেলডাঙ্গা

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম সাকিলা বিবি। বেলডাঙার সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০০২ সালের ভোটার লিস্টে নাকি স্বামীর নাম  ভুল ছিল! পরিবারের লোকেদের দাবি, গত কয়েক দিন ধরেই SIR নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছিলেন বছর পঞ্চান্নের ওই মহিলা। শেষে আজ, রবিবার সকালে সুরুলিয়া এলাকাতেই চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।  গত কয়েক দিন ধরেই সাকিলা কাগজপত্রে বিষয়ে খোঁজখবর করতে আসতেন, তা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা তুমূল চাঞ্চল্য।

এর আগে, মুর্শিদাবাদের কান্দিতে  খেতে কাজ করতে করতেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন এক চাষী। নাম, মোহন শেখ। পরিবারের লোকেদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না মোহনের। সেই আতঙ্কের আত্মহত্য়া করেছেন তিনি। SIR ‘আতঙ্কে আত্মহত্যা’র ঘটনা ঘটেছে বহরমপুরেও। শহরের  গান্ধী কলোনিতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মশলামুড়ি বিক্রেতার দেহ। পরিবারের লোকেদের দাবি, ২০০২ সালে ভোটার লিস্টে নাম আছে তো? প্রয়োজনীয় নথি কীভাবে জোগাড় করবেন? এসব নিয়ে কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.