পরের বছর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলল পর্তুগাল। রবিবার ঘরের মাঠে তারা ৯-১ গোলে হারাল আর্মেনিয়াকে। নির্বাসনের কারণে এই ম্যাচে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছাড়াই জিতল পর্তুগাল। হ্যাটট্রিক করলেন ব্রুনো ফের্নান্দেস এবং জোয়াও নেভেস।
ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। বক্সের বাইরে থেকে ব্রুনোর নেওয়া ফ্রিকিক কোনও মতে বাঁচান আর্মেনিয়ার গোলকিপার। ফিরতি বলে হেড করে পর্তুগালকে এগিয়ে দেন রেনাতো ভেগা। গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে ১১ মিনিট পরে সমতা ফেরায় আর্মেনিয়া। ডান দিক থেকে গ্রান্ট লিয়ন রানোসের পাস থেকে গোল করেন এডুয়ার্ড স্পার্টসায়ান।
তবে পর্তুগালের খেলা দেখেই মনে হচ্ছিল যে তাদের আটকাতে পারবে না আর্মেনিয়া। হলও তাই। ২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন গন্সালো রামোস। পরের মিনিটেই গোল নেভেসের। বিরতির আগে আরও দু’টি গোল করে পর্তুগাল। নিজের দ্বিতীয় গোল করেন নেভেস। নিজের প্রথম গোল করেন ব্রুনোও।
দ্বিতীয়ার্ধে শুরুতে পর্তুগালের হয়ে ষষ্ঠ গোল করেন ব্রুনো। ৭২ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ব্রুনো। আট মিনিট পরে হ্যাটট্রিক করে ফেলেন নেভেসও। সংযুক্তি সময়ে পর্তুগালের নবম গোল ফ্রান্সিসকো কনসিসাওয়ের। পর্তুগাল যা সুযোগ পেয়েছিল, তাতে ম্যাচের ফল ১২-১ হলেও অবাক হওয়ার ছিল না।
গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরি ২-৩ গোলে হেরে গিয়েছে আয়ারল্যান্ডের কাছে। ফলে গ্রুপে দ্বিতীয় হয়ে প্লে-অফ খেলবে আয়ারল্যান্ড। বিদায় নিয়েছে হাঙ্গেরি।

