ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামাতে দুই দেশের রাষ্ট্রনেতাদের ২৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বলে এ বার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। তার পরেই সংঘর্ষে জড়ায় ভারত এবং পাকিস্তান। যদিও দিন দুয়েকের মধ্যেই দুই দেশ সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেয়। তখন থেকেই ট্রাম্প দাবি করে আসছেন যে, তিনিই সংঘর্ষ বন্ধ করিয়েছেন! যদিও নয়াদিল্লি কখনওই ট্রাম্পের সেই দাবিকে মান্যতা দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধিবেশনে জানিয়েছিলেন, বিশ্বের কোনও রাষ্ট্রনেতার কথায় সংঘর্ষ থামেনি। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, পাকিস্তানই সংঘর্ষবিরতি চেয়েছিল। ভারত তাতে রাজি হয়েছে।
কিন্তু তার পরেও ট্রাম্প একাধিক বার দাবি করে গিয়েছেন, তাঁর কারণেই ভারত-পাক সংঘর্ষ থেমেছে। এ বার এশিয়া সফরে বেরিয়ে দক্ষিণ কোরিয়ায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন সেই সময়। ট্রাম্প বলেন, ‘‘আমি বলেছিলাম, আমি কিন্তু দু’দেশের উপরেই ২৫০ শতাংশ শুল্ক চাপাব। তার মানে ওরা আর কখনও বাণিজ্য করতে পারবে না। আমরা তোমার সঙ্গে বাণিজ্য করতে চাই না— এই কথাটা বলার চমৎকার উপায় এটা।’’
ট্রাম্পের দাবি, মোদী এবং পাক নেতারা প্রথমে তাঁর কথায় সাড়া দেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ওরা বলেছিল, ‘না, না… আমরা লড়ব।’ কিন্তু দু’দিন পর ওরা বলল, ‘আমরা বুঝতে পেরেছি।’ তার পরেই সংঘর্ষ বন্ধ হয়।’’
যদিও এ সব দাবি করার পর মোদীর প্রশংসাও করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান করি। পছন্দ করি। আমাদের মধ্যে খুবই ভাল সম্পর্ক।’’

