কলকাতায় চলল গুলি। সোমবার যাদবপুরে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। তবে গুলি তাঁর গায়ে লাগেনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর বাড়িতে গিয়ে তাঁর উপর হামলা চালান তাঁর প্রাক্তন প্রেমিক।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিজয়গড়ে ওই যুবতীর উপর হামলা চালান অভিযুক্ত। এক সময়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। তার পর থেকেই প্রাক্তন প্রেমিকাকে নানা ভাবে ওই যুবক উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। যদিও প্রাক্তন প্রেমিকের সঙ্গে কোনও সম্পর্কই রাখতে চাইতেন না ওই যুবতী।
সূত্রের খবর, প্রাক্তন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত। কিন্তু তাতে রাজি ছিলেন না যুবতী। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কিও হয়েছিল। বিয়ের জন্য জোরাজুরি করেন যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, প্রাক্তন প্রেমিকের প্রস্তাবে রাজি না-হওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, অতীতেও প্রাক্তন প্রেমিকার উপর হামলা চালিয়েছিলেন অভিযুক্ত। তবে কলকাতায় নয়। বেঙ্গালুরুতে থাকাকালীন ওই হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সোমবার একটি সিঙ্গল শটার দিয়ে গুলি চালান ওই যুবক। তবে সেই গুলি যুবতীর গায়ে লাগেনি। অন্য কেউই আহত হননি। ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হতেই ঘটনাস্থল ছেড়ে পালান অভিযুক্ত। তাঁর খোঁজ শুরু হয়েছে। ওই যুবতীর সঙ্গেও কথা বলছে যাদবপুর থানার পুলিশ।
উল্লেখ্য, মাস দুয়েক আগে কৃষ্ণনগরে ঈশিতা মল্লিক খুনের ঘটনার ছায়া যাদবপুরে। প্রেম ভাঙতে চাওয়ায় ঈশিতার বাড়িতে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেন তাঁর প্রাক্তন প্রেমিক দেশরাজ সিংহ। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

