কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে শান্তিচুক্তি হয়েছিল ইজ়রায়েল এবং হামাসের মধ্যে। সেই সংঘর্ষবিরতির মধ্যেই আবার গাজ়ায় হামলা চালাল ইজ়রায়েল। তাদের অভিযোগ, হামাসই সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে।
সংবাদমাধ্যম ‘আল জাজ়িরা’র প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন ইজ়রায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে যে, রাফা এবং দক্ষিণ গাজ়ার একাংশে ইহুদি সেনা হামলা চালিয়েছে। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কার্টজ়ের মধ্যে ফোনে কথোপকথন হয়। তার পরেই গাজ়ায় হামলার সিদ্ধান্ত।
প্রসঙ্গত, আমেরিকার দাবি, গাজ়ায় হামাসই হামলার ছক কষছে। আমেরিকার বিদেশ দফতর থেকে শনিবার (স্থানীয় সময়) একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আমেরিকা ‘বিশ্বস্ত সূত্রে’ খবর পেয়েছে, হামাস নতুন হামলার পরিকল্পনা করছে। বিবৃতি অনুযায়ী, ‘‘প্যালেস্টাইনিদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা যুদ্ধবিরতি চুক্তি সরাসরি লঙ্ঘন করবে। সমঝোতার মাধ্যমে যে অগ্রগতি হয়েছে, তা অনর্থক হয়ে পড়বে।’’ হামাসকে তাদের দেওয়া কথা রাখবে হবে, দাবি আমেরিকা-সহ যুদ্ধবিরতির জামিনদার (গ্যারেন্টার) দেশগুলির। হামাস যদি তাদের পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ করে, তবে গাজ়ার মানুষকে রক্ষা করার স্বার্থে এবং যুদ্ধবিরতি রক্ষার স্বার্থে পাল্টা কঠোর পদক্ষেপ করবে আমেরিকা, জানিয়েছে বিদেশ দফতর।
যদিও প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের দাবি, তারা এ ধরনের কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়। গাজ়ায় প্যালেস্টাইনিদের উপর কোনও হামলা চায় না তারা।