সময়টা ভাল যাচ্ছে না বাংলাদেশের। এশিয়া কাপে ব্যর্থতার পর এক দিনের সিরিজ়েও শোচনীয় অবস্থা। আফগানিস্তানের কাছে এক দিনের সিরিজ়ে চুনকাম হয়েছে বাংলাদেশ। তিনটি ম্যাচই হারতে হয়েছে। লজ্জার সিরিজ় শেষে দেশে ফিরে বিক্ষোভের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় বিক্ষোভ। ক্রিকেটারেরা বিমানবন্দর থেকে বার হওয়ার সময় বেশ কিছু সমর্থক তাঁদের বিদ্রুপ করেন। সরাসরি ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ক্রিকেটারদের গাড়িও ভাঙচুর হয়েছে।
এই পরিস্থিতিতে সমর্থকদের সংযত থাকার অনুরোধ করেছেন বাংলাদেশের ক্রিকেটার নইম শেখ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন যে, মাঠে নেমে জেতার চেষ্টাই করেন তাঁরা। কিন্তু সব সময় জেতা সম্ভব নয়। খেলায় জয়-পরাজয় থাকে। তাঁরাও মানুষ। তিনি স্বীকার করে নিয়েছেন যে, হেরে যাওয়ায় দেশের সমর্থকদের কষ্ট হয়েছে। সেই কষ্ট থেকেই এই বিক্ষোভ। কিন্তু তাঁদের যে ভাবে ঘৃণা করা হচ্ছে বা গাড়িতে আক্রমণ হয়েছে, তা তাঁদেরও খুব কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন নইম।
সমালোচনা শুনতে তাঁদের কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন নইম। কিন্তু তা অবশ্যই যুক্তির মাধ্যমে। সমর্থকদের কাছে ঘৃণার বদলে ভালবাসা চেয়েছেন তিনি। নইম জানিয়েছেন, আবার দেশের হয়ে লড়বেন তাঁরা। ক্রিকেটারদের প্রতি দেশের মানুষকে একটু ভরসা রাখতে বলেছেন তিনি।
আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ৩-০ জিতেছিল বাংলাদেশ। কিন্তু এক দিনের সিরিজ়ে ছবিটা বদলে যায়। প্রথম ম্যাচ আফগানিস্তান জেতে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচ তারা ৮১ রানে জেতে। তৃতীয় ম্যাচে লজ্জার হার হয় বাংলাদেশের। আফগানিস্তানের কাছে ২০০ রানে হারে তারা। বাংলাদেশের এক দিনের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ চাপে রয়েছেন। অধিনায়ক হিসাবে ১০টি ম্যাচের মধ্যে ন’টিতেই হেরেছেন তিনি। এর পর দেশের মাটিতে ১৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ় খেলবে বাংলাদেশ। তার পর দু’দেশের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ়ও হবে। এখন দেখার, আফগানিস্তানের কাছে হারের ধাক্কা ভুলে বাংলাদেশ জয়ে ফিরতে পারে কি না।