অস্ট্রেলিয়া সিরিজ়ের প্রস্তুতি বেশ ভাল ভাবেই শুরু করে দিলেন রোহিত শর্মা। শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে বেশ অনেক ক্ষণ অনুশীলন করলেন তিনি। নিজের ছক্কায় নিজেরই গাড়ির কাচ ভেঙে দিলেন রোহিত। তাঁর অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন প্রচুর সমর্থক। অনেকেই কটাক্ষ করেছেন, দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় টেস্টের থেকে বেশি দর্শক রোহিতের অনুশীলন দেখেছেন।
এ দিন সকালে অনুশীলনে আসেন রোহিত। তিনি আসবেন তা হয়তো আগে থেকেই জানতেন সমর্থকেরা। অনেকে হাজির হয়েছিলেন শিবাজি পার্কে। সেখানে ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী-সহ আরও কিছু স্থানীয় ক্রিকেটার। রোহিতকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কয়েক জনের সঙ্গে নিজস্বী তুললেও শেষের দিকে ভিড় সামলাতে পারেননি রোহিত। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে অনুশীলনের মাঠে ঢোকেন। বাইরে বসেছিলেন তাঁর স্ত্রী রিতিকা সজদেহ।
সাদা বলে অনুশীলন করেছেন রোহিত। কড়া নজরে রেখেছিলেন অভিষেক নায়ার। পরিচিত পুল এবং কাট শট দেখা যায় রোহিতের ব্যাট থেকে। ইনসাইড কাট ড্রাইভও করেন। পেসারদের পর স্পিনারদের বলও খেলেন তিনি। তখন সুইপ এবং স্লগ সুইপের দিকে জোর দেন।
এ দিকে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দৈনিক টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছিল ২৪৯ টাকা। তাতেও অনেকেই মাঠে আসার আগ্রহ দেখাননি। শেষ পর্যন্ত স্টেডিয়ামের বেশির ভাগ স্ট্যান্ড ছিল ফাঁকা, যা বেশ দৃষ্টিকটু লেগেছে। সেখানে রোহিতের অনুশীলনে নেটের চারপাশে বহু সমর্থক ভিড় করেছিলেন। অনেকে কটাক্ষ করে জানান, ভারতের থেকে বেশি দর্শক রোহিতের অনুশীলন দেখেছেন।
রোহিতের একটি নতুন ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে টেসলা গাড়ি করে হাজির হয়েছিলেন তিনি, যে সংস্থার মালিক ইলন মাস্ক। সেই মাস্ক একটি পোস্ট করেছেন যাতে লেখা, ‘এই জন্যই টেসলার বিজ্ঞাপন দরকার পড়ে না। রোহিত শর্মা (ভারতের জাতীয় দলের অধিনায়ক), সম্প্রতি টেসলার একটা নতুন মডেল কিনেছেন’। রোহিত যে গাড়িটি কিনেছেন তার দাম শুরু ৫৯.৮৯ লক্ষ থেকে। সর্বোচ্চ দাম ৭৩.৮৯ লক্ষ।