হঠাৎ কী হল বৈভব সূর্যবংশীর? ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে সে। সেখান থেকেই রাজস্থান রয়্যালসের এক কর্তাকে ফোন করেছিল ১৪ বছরের ক্রিকেটার। আইপিএলে রাজস্থানের হয়ে খেলে বৈভব। কিন্তু এখন তো আইপিএল চলছে না। আগামী মরসুমের আগে এখনও সময় রয়েছে। তা হলে কেন হঠাৎ ফোন করল বৈভব?
বিষয়টি খোলসা করেছেন রাজস্থানের ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স জ়ুবিন ভারুচা। তিনি জানিয়েছেন, গত ২২ সেপ্টেম্বর ভারতীয় সময় ভোর ৫টায় তাঁকে ফোন করেছিল বৈভব। সে দিন ব্রিসবেনে খেলা ছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে জ়ুবিন বলেন, “এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। আমি ওকে বলেছিলাম, বৈভব, ভারতে এখন ভোর। তুমি আমাকে কী দেখাতে ফোন করলে?”
জ়ুবিন জানিয়েছেন, অত ভোরে অস্ট্রেলিয়ার মাঠের ফ্লাডলাইট দেখাতে তাঁকে ফোন করেছিল বৈভব। ফ্লাডলাইটে সমস্যা হচ্ছিল তার। সেই অভিযোগটাই সে করতে চেয়েছিল। জ়ুবিন বলেন, “ও ক্যামেরাটা ফ্লাডলাইটের দিকে করে বলল, স্যর এই লাইটগুলো দেখতে পাচ্ছেন?”
জ়ুবিন জীবনে কোনও দিন ব্রিসবেনে যাননি। তাই প্রথমে তিনি ধরতে পারেননি, বৈভব কী দেখাতে চাইছে। রাজস্থানের কর্তা বলেন, “আমি ওকে বলি যে জীবনে কোনও দিন ব্রিসবেনে যাইনি। কিছু ক্ষণ পরে বুঝতে পারি, ও আমাকে ওখানকার ফ্লাডলাইট দেখাচ্ছে। বৈভব বলে, স্যর দেখুন, এখানে চারটে স্তম্ভ আছে। বলই দেখতে পাচ্ছি না।” বৈভবের কথা শুনে হেসে ফেলেন জ়ুবিন। তিনি জানিয়েছেন, ১৪ বছরের ক্রিকেটারের সারল্যে মুগ্ধ হয়েছেন তিনি। বৈভবের মনে হয়েছে, তিনি সমস্যার সমাধান করতে পারবেন। তাই ভোর ৫টাতেই ফোন করেছে সে।
গত বারের আইপিএলের আগে নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনেছিল রাজস্থান। তাদের হয়ে গত মরসুমে সাতটি ম্যাচ খেলেছে এই বাঁহাতি ওপেনার। করেছেন ২৫২ রান। ৩৬ গড ও ২০৬.৫৬ স্ট্রাইক রেটে রান করেছে সে। তার মধ্যে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেছে বৈভব। অল্প কেরিয়ারেই নজর কেড়েছে বিহারের ১৪ বছরের ছেলে। ভারতের ভবিষ্যতের তারকা বলা হচ্ছে তাকে। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও ফর্মে রয়েছে বৈভব।