ওয়েস্ট ইন্ডিজ়কে বড় ব্যবধানে প্রথম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এখনই বাড়তি কোনও সুবিধা হল না। পয়েন্ট তালিকায় ভারত তিন নম্বরেই থেকে গেল।
অহমদাবাদে আড়াই দিনে টেস্ট জিতে ভারত ১২ পয়েন্ট পেল। ছ’টি টেস্টের তিনটিতে জিতে এবং একটিতে ড্র করে ভারতের মোট পয়েন্ট ৪০। বলে রাখা দরকার, জিতলে ১২ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাওয়া যায়।
ভারতের পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬। এই শতাংশের হিসাব হয় সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট এবং প্রাপ্ত পয়েন্টের বিচারে। যেহেতু ভারত ছ’টি টেস্ট খেলেছে, সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৭২। সেখানে ভারত পেয়েছে ৪০ পয়েন্ট। এর শতকরা হার ৫৫.৫৬।
এই শতকরা হারের বিচারেই পয়েন্ট তালিকা নির্ধারিত হয়। ভারতের থেকে কম পয়েন্ট পেয়েও প্রথম দু’টি স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া তিনটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে। তাদের পয়েন্টের শতকরা হার ১০০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা দু’টি টেস্ট খেলে একটি জিতেছে, একটি হেরেছে। তাদের পয়েন্টের শতকরা হার ৬৬.৬৭।
তৃতীয় স্থানে থাকা ভারতের পর রয়েছে ইংল্যান্ড (৪৩.৩৩ শতাংশ), বাংলাদেশ (১৬.৬৭), ওয়েস্ট ইন্ডিজ় (০.০০)। ওয়েস্ট ইন্ডিজ় চারটি টেস্ট খেলে চারটিতেই হেরেছে। নিউ জ়িল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একটিও ম্যাচ খেলেনি।