ঘোষিত হল আইএফএ শিল্ডের সূচি। দু’টি আলাদা গ্রুপে রাখা হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। ৮ অক্টোবর থেকে শিল্ড শুরু হবে। ফাইনাল ১৮ অক্টোবর।
গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে শ্রীনিধি ডেকান, নামধারী এফসি। মোহনবাগান রয়েছে গ্রুপ বি-তে। তাদের সঙ্গে রয়েছে গোকুলাম কেরালা এবং ইউনাইটেড স্পোর্টস।
ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হবে শিল্ড। ৮ অক্টোবর লাল-হলুদের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। এর পর ১৪ অক্টোবর ইস্টবেঙ্গল খেলবে নামধারীর সঙ্গে। মোহনবাগানের প্রথম ম্যাচ ৯ অক্টোবর। সে দিন প্রতিপক্ষ গোকুলাম কেরালা। সবুজ-মেরুনের পরের ম্যাচ ১৫ অক্টোবর ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে।
শিল্ডের বাকি ম্যাচ শ্রীনিধি-নামধারী (১১ অক্টোবর), ইউনাইটেড স্পোর্টস-গোকুলাম (১২ অক্টোবর)। সব ম্যাচ বিকেল ৩টে থেকে হবে। তবে কোন ম্যাচ কোথায় হবে, এখনও ঠিক হয়নি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “এ বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই শিল্ড শুরু হবে। কলকাতার দলগুলো যাতে কলকাতার মাঠে খেলতে পারে, সেই চেষ্টা করছি। কিছু ম্যাচ জেলার মাঠেও হতে পারে।”
ফাইনালের আগে কলকাতার দুই প্রধানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। যদি দুই দল ফাইনালে মুখোমুখি হয়, সেই ম্যাচ যুবভারতীতে হবে। ফাইনালের সময় এখনও ঠিক হয়নি। টিকিটের দামও এখনও ঠিক হয়নি।