গাজ়ায় যুদ্ধ বন্ধ করতে ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েল প্রস্তাবে রাজি জানালেও প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও কোনও মতামত দেয়নি। তাতেই চটেছেন ট্রাম্প। এ বার আরও কয়েক ধাপ সুর চড়িয়ে হামাসকে হুঁশিয়ারি দিলেন তিনি। সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, হামাস যদি রাজি না-হয়, তবে তা তাদের জন্যই খারাপ। নরকে পরিণত হবে, যা কেউ কল্পনাও করতে পারবে না!
মার্কিন প্রেসিডেন্ট তাঁর ট্রুথ সোশ্যালে শুক্রবার এক দীর্ঘ পোস্ট করেন। তার পরতে পরতে রয়েছে হুঁশিয়ারি। তিনি জানান, শান্তিচুক্তিতে পৌঁছোনোর জন্য হামাসের কাছে সময় আছে রবিবার সন্ধ্যা ৬টা (ওয়াশিংটন ডিসির সময় অনুসারে) পর্যন্ত। ট্রাম্পের কথায়, ‘‘যদি এই শেষ সুযোগের মধ্যে চুক্তিতে পৌঁছোনো না যায়, তবে সমস্ত নরক ভেঙে পড়বে হামাসের উপর। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে, তা যে ভাবেই হোক।’’
সপ্তাহের শুরুতে গাজ়ায় যুদ্ধ বন্ধ করতে ২০ দফা প্রস্তাবের কথা জানান ট্রাম্প। প্রস্তাবে কী কী রয়েছে, তা বিস্তারিত জানানো হয়। ইজ়রায়েল জানায়, তারা শান্তিচুক্তি করতে রাজি। কিন্তু হামাসের তরফে কোনও মন্তব্য আসেনি। শুধু বলা হয়, বিষয়টি নিয়ে তারা বিবেচনা করছে। তার পরেই হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, ‘‘সব আরব দেশই শান্তিপ্রস্তাবে রাজি। ইজ়রায়েল, এমনকি মুসলিম দেশগুলিও রাজি। আমরা হামাসের জন্য অপেক্ষা করছি। আরও তিন-চার দিন সময় দিচ্ছি তাদের।’’
কিন্তু তার পরেও হামাসের তরফে কোনও প্রতিক্রিয়া না-আসায় ক্ষিপ্ত ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, ‘‘হামাসপন্থী অনেকেই আটক। শুধু আমার সম্মতির অপেক্ষা। তার পরেই তাঁদের জীবন শেষ হয়ে যাবে। আর বাকিরা কে কোথায় রয়েছে, তা আমরা সব জানি। তাঁদের খুঁজে বার করে হত্যা করা হবে।’’
গাজ়ায় শান্তি ফেরাতে এবং যুদ্ধ বন্ধ করতে উদ্যোগী ট্রাম্প। তবে তিনি চান, গাজ়া থেকে হামাসকে পুরোপুরি ‘নির্মূল’ করতে। ট্রাম্প এ-ও জানান, হামাসকে শান্তিচুক্তিতে পৌঁছোনোর সুযোগ দেবেন তিনি। ২০ দফা প্রস্তাবে বলা হয়, প্যালেস্টাইনিদের গাজ়া ছেড়ে যেতে হবে না। আপাতত গাজ়ায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তা ছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তা হলে ধাপে ধাপে গাজ়া থেকে সেনা সরিয়ে নেবে ইজ়রায়েল। ইজ়রায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজ়া থেকে আটক হওয়া ১৭০০ জনকে। প্রস্তাবের শর্তগুলি মানা হচ্ছে কি না, তা দেখার জন্য তৈরি হবে ‘বোর্ড অফ পিস’। এই বোর্ডের চেয়ারম্যান হবেন ট্রাম্প স্বয়ং।
ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মহম্মদ নাজ্জাল এক বিবৃতিতে বলেন, ‘‘পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে। আমরা শীঘ্রই এ বিষয়ে আমাদের অবস্থান জানাব।’’ কবে হামাসের তরফে অবস্থান স্পষ্ট করা হবে, তার কোনও উল্লেখ করেননি নাজ্জাল। তার মধ্যেই হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। অনেকের মতে, ট্রাম্প এক প্রকার স্পষ্টই করে দিয়েছেন, তাঁর প্রস্তাবে রাজি না-হলে চরম পরিণতি হবে হামাসের।