মহিলাদের বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গেল পাকিস্তান। বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ফতিমা সানার দল।
বৃহস্পতিবার মাত্র ১২৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানা। ৩৮.৩ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ।
ম্যাচের একেবারে প্রথম ওভার থেকেই সমস্যায় পড়ে পাকিস্তান। মারুফা আকতার পর পর দু’বলে আউট করেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। দু’জনেই নিজেদের প্রথম বলে বোল্ড হন।
তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করেন মুনিবা আলি (১৭) ও রামিন শামিম (২৩)। কিন্তু নাহিদা আকতার পর পর দু’ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানকে ধাক্কা দেন। ৪৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। আলিয়া রিয়াজ় (১৩), সিদরা নওয়াজ় (১৫), ফতিমা সানা (২২), নাতালিয়া পারভেজ (৯) রান পাননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে শোরনা আকতার সেরা ছিলেন। তিনি ৩ উইকেট নেন।
ব্যাট হাতে বাংলাদেশকে জেতান রুবিয়া হায়দার। তিনি অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। ৩৫ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর রুবিয়া এবং অধিনায়ক নিগার সুলতানা (২৩) তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন। এরপর আর জিততে সমস্যা হয়নি বাংলাদেশের।