বিশ্বকাপের শুরুটা এরকম হবে, ভাবেনি পকিস্তান। ১১৩ বল বাকি থাকতে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছে ফতিমা সানার দল। পরের ম্যাচেই সামনে ভারত। রবিবার হরমনপ্রীত সিংহদের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান অধিনায়ক স্বীকার করে নিলেন, তাঁরা চাপে রয়েছেন।
বৃহস্পতিবার হারার পর ফতিমা পরের ম্যাচের প্রতিপক্ষের নাম নেননি। ভারতের নাম না করেই তিনি বলেন, ‘‘আমাদের অনেকেই প্রথম বার বিশ্বকাপে খেলছে। ফলে চাপ যে রয়েছে, তাতে কোনও সন্দেহ নেই। এরা প্রত্যেকে ম্যাচ জেতাতে পারে। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। আমাদের কেবল নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’’
বাংলাদেশের কাছে এ ভাবে কেন হারতে হল, জানতে চাইলে তিনি বলেন, ‘‘প্রথম ওভারেই আমরা দু’উইকেট হারিয়ে ফেলেছিলাম। ওখানেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। শুরুতেই আমাদের ব্যাটিং ভেঙে পড়ে। ফাস্ট বোলারদের জন্য এটা বেশি ভাল পিচ ছিল।’’
বৃহস্পতিবার মাত্র ১২৯ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফতিমা। ৩৮.৩ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জিতে যায় বাংলাদেশ।
ম্যাচের একেবারে প্রথম ওভার থেকেই সমস্যায় পড়ে পাকিস্তান। মারুফা আকতার পর পর দু’বলে আউট করেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। দু’জনেই নিজেদের প্রথম বলে বোল্ড হন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।