ওয়েস্ট ইন্ডিজ় শেষ ১৬২ রানে
দুটি সেশন হওয়ার আগেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ়। ১৬২ তুলল তারা। শেষ উইকেটটি নিলেন কুলদীপ। রিভার্স সুইপ করতে গিয়েছিলেন ওয়ারিকান। বল গ্লাভসে লেগে জুরেলের হাতে জমা পড়ে। রিভিউ নিয়েও বাঁচলেন না ওয়ারিকান।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:৩৬
আবার বুমরাহ
এ বার জোহান লেনকে ফিরিয়ে দিলেন বুমরাহ। ইয়র্কার না হলেও বুমরাহের এই বলের কোনও উত্তর ছিল না লেনের কাছে। তাঁর দুটি স্টাম্প ছিটকে গেল।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:২৮
লড়াই শেষ গ্রিভসের
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে একাই লড়াই করার চেষ্টা করছিলেন গ্রিভস। বুমরাহের ইয়র্কারে সেই ইনিংস শেষ হল তাঁর। এশিয়া কাপের ফাইনালে হ্যারিস রউফকে যে ভাবে আউট করেছিলেন, সেই একই বলে গ্রিভসকে ফেরালেন বুমরাহ।
স্কোর ১৫০-৮।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:২১
পিয়েরে আউট
ওয়াশিংটনের বল সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন পিয়েরে। বল লাগে প্যাডে। আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও লাভ হল না। আউট হলেন পিয়েরে।
স্কোর ১৪৪-৭।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১২:২৮
আউট চেজ়
ভারতকে সমস্যায় ফেলছিলেন চেজ়। তাঁকেও ফিরিয়ে দিলেন সিরাজ। অফস্টাম্পের বাইরে পড়ে বল ঘুরল। চেজ়ের ব্যাট ছুঁয়ে তা জমা পড়ল উইকেটকিপার জুরেলের হাতে।
স্কোর ১০৯-৬।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১১:৩০
মধ্যাহ্নভোজের বিরতি
মধ্যাহ্নভোজের আগেই ওয়েস্ট ইন্ডিজ়ের অর্ধেক ব্যাটারেরা সাজঘরে।
স্কোর ৯০-৫।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১১:৩০
আউট হোপ
কুলদীপের বলে এগিয়ে গিয়ে খেলতে গিয়েছিলেন হোপ। ঘূর্ণি বুঝতেই পারেননি। বোল্ড হয়ে গেলেন তিনি। জুটি ভাঙল ওয়েস্ট ইন্ডিজ়ের। পাঁচ উইকেট হারাল তারা।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১০:৩৪
টপ অর্ডার সাজঘরে
প্রথম ঘণ্টাতেই ওয়েস্ট ইন্ডিজ়ের চার ব্যাটার সাজঘরে ফিরলেন। সিরাজের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন অ্যাথানেজ়। বল জমা পড়ল স্লিপে থাকা রাহুলের হাতে। বোঝাই যাচ্ছে, এই বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজ়ের দাঁড়ানো মুশকিল।
স্কোর ৪২-৪।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১০:২৬
কিংয়ের বোকামি
অফস্টাম্পের বাইরে থাকা সিরাজের বল ছেড়ে দিতে গিয়েছিলেন কিং। মিডল স্টাম্প ভেঙে দিল বল। কিং ফিরলেন ১৩ রানে।
স্কোর ৩৯-৩।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১০:০৮
উইকেট বুমরাহের
২০ রানে ২ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়। বুমরাহের বল ক্যাম্পবেলের ব্যাট ছুঁয়ে জুরেলের হাতে গিয়েছিল। আম্পায়ার আউট দেননি। বুমরাহ এবং কিপারের সঙ্গে পরামর্শের পর হাসতে হাসতে ডিআরএস নেন শুভমন। বেশ কিছু ক্ষণ সময় নেওয়ার পর তৃতীয় আম্পায়ার জানালেন, ক্যাম্পবেল আউট।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৯:৫১
প্রথম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ়
সিরাজের বলে জুরেলের হাতে ক্যাচ দিলেন ত্যাগনারায়ন চন্দ্রপল। প্রথম উইকেট পড়ল ওয়েস্ট ইন্ডিজ়ের।
স্কোর ১২-১।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৯:৪৩
রান আউট হল না
স্কোয়্যার লেগে বল ঠেলে রান নিতে গিয়েছিলেন ক্যাম্পবেল। নীতীশের থ্রো সরাসরি উইকেটে লাগলে আউট হতে পারত।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৯:২৩
ভারতের প্রথম একাদশ
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ০৯:১৯
টস হারলেন শুভমন
আবার এক টস হারল ভারত। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক রস্টন চেস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, শুরুতেই বুমরাহ, সিরাজ়দের দেখা যাবে বল হাতে।